নিজস্ব সংবাদদাতা: এবার ভয়ঙ্কর বিপদের কবলে অভিনেত্রী পায়েল মুখোপাধ্যায়। এমনকী মাঝ রাস্তায় এক যুবকের থেকে হুমকিও পান তিনি। নিজের হেনস্থার কথা শুক্রবার সন্ধেয় সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে নিজেই বলেন তিনি। 

 

লাইভে কাঁচ ভাঙা গাড়ির ভিতরে বসে অঝোরে কাঁদতে দেখা যায় পায়েলকে। ঠিক কী হয়েছে অভিনেত্রীর সঙ্গে? জানতে আজকাল ডট ইন-এর পক্ষ থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, সাদার্ন অ্যাভিনিউ ধরে একাই গাড়ি চালিয়ে একটি অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিলেন পায়েল। পাশ থেকে তীব্র গতিতে একটি বাইক এসে পড়ে এবং রাস্তার অবস্থা ভাল না থাকায় বাইক চালকের টালমাটাল পরিস্থিতি হয়। এরপর হঠাৎই ওই আরোহী বাইক থেকে নেমে অভিনেত্রীকে গাড়ি থেকে নেমে আসার জন্য বলেন। সেই সঙ্গে অকথ্য ভাষায় কথাও বলেন মাঝরাস্তায়। পাশ থেকে গাড়ি চলাচল করলেও তৎক্ষণাৎ কেউ এগিয়ে আসে না।

 

পায়েলের কথায়, "কয়েকবার গাড়ি থেকে নামার কথা বলতে আমি গাড়ির কাচ তুলে দিই। তখন কাচে ক্রমাগত ঘুষি মারতে থাকেন। এরপর ঘুষির চোটে কাচ ভেঙে আমার সারা শরীরে ঢুকে যায়। এরপর ওই ভাঙা জায়গা থেকে হাত ঢুকিয়ে আমায় গাড়ি থেকে বের করার চেষ্টা করে ওই আরোহী। সেই সময় লোক জড়ো হয় এবং পুলিশ এসে পড়েন।"

 

পায়েল জানান, টালিগঞ্জ থানায় ওই আরোহীর বিরুদ্ধে এফআইআর করেন তিনি। এই মুহূর্তে একটু সুস্থ আছেন বলেও জানান অভিনেত্রী।