সংবাদ সংস্থা, মুম্বই: তাঁর তীক্ষ্ম নিশানা থেকে বাদ যান না কোনও তারকা। করণ জোহার থেকে আলিয়া ভাট, তাঁর কটাক্ষের মুখে পড়েছেন সকলেই। এহেন কঙ্গনা রানাওয়াত প্রশংসায় পঞ্চমুখ শাহরুখ খানের পুত্র আরিয়ান খানের। কিন্তু কী এমন হল?
স্বজনপোষণ নিয়ে বারবার সরব হয়েছেন কঙ্গনা রানাউত। যা 'কুইন'-এর মতে, বলিউডের সিংহ ভাগ তারকা সন্তানরা, বাবা-মায়ের মতো ‘সহজ পথ’ একই ধারার পেশা বেছে নেন। অভিনেত্রীর অভিযোগ, সেই সকল তারকা সন্তানেরা ইন্ডাস্ট্রিতে অর্থপূর্ণ কোনও অবদান রাখতেও পারেন না। কিন্তু শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খানকে নিয়ে বেজায় খুশি কঙ্গনা।
আসলে মঙ্গলবার জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে একটি নতুন সিরিজের ঘোষণা করেছে যা তৈরি হবে গৌরী খানের প্রযোজনায়। এই সিরিজের হাত ধরেই প্রথমবার পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করবেন আরিয়ান খান। ২০২৫ সালে সেই সিরিজ মুক্তি পাওয়ার কথা। আর পরিচালক হিসাবে আরিয়ানের ডেবিউ নিয়ে উচ্ছ্বসিত কঙ্গনা। ‘ইমার্জেন্সি’ অভিনেত্রীর মতে, বাবার মতো অভিনয়ের গ্ল্যামার বেছে নেননি আরিয়ান। তার বদলে ক্যামেরার পিছনে থাকতেই পছন্দ করেছেন তিনি। আর পাঁচজন তারকা সন্তানের মতো, অভিনয়ের পথ বেছে না নেওয়ার জন্যই আরিয়ানের প্রশংসা করেছেন মান্ডির সাংসদ।
রীতিমতো ইনস্টাগ্রাম স্টোরিতে এনিয়ে পোষ্ট করেন কঙ্গনা। লেখেন, ‘দেখে ভাল লাগছে যে ফিল্মি পরিবারের সন্তানরা শুধুমাত্র মেকআপ করা, ওজন কমানো, সাজগোজ করে পুতুল সাজা এবং নিজেদের অভিনেতা-অভিনেত্রী ভাবা ছাড়াও আরও কিছু করছে। এই সময়ে আমাদের সমবেতভাবে ভারতীয় সিনেমার গুণমান আরও বাড়িয়ে তোলা প্রয়োজন।’
এখানেই শেষ নয়, কঙ্গনা আরও লেখেন, ‘যাঁদের কিছু করার সামর্থ রয়েছে তাঁরা বেশিরভাগ সময়ই সহজ রাস্তা বেছে নেন। ক্যামেরার নেপথ্যে আমাদের আরও মানুষ দরকার। আরিয়ান খান যে এই স্বল্প চেনা পথটি বেছে নিয়েছেন তা দেখে ভাল লাগছে। পরিচালক ও চিত্রনাট্যকার হিসেবে তাঁর প্রথম কাজ দেখার অপেক্ষায় রইলাম।’
