নিজস্ব প্রতিনিধি: ফের অসুস্থ অভিনেত্রী অঙ্গনা রায়। কিছুদিন আগে শারীরিক অসুস্থতার কারণে স্টার জলসার 'তুমি আশে পাশে থাকলে' ধারাবাহিক থেকে সরে আসেন অভিনেত্রী। ধীরে ধীরে সুস্থ হয়ে কাজ শুরু করার কথা ছিল। কিন্তু এরই মধ্যে আবারও গুরুতর অসুস্থ হয়ে পড়লেন তিনি। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন লাজবন্তী রায়ের মেয়ে।
এবছর ভাইফোঁটা অঙ্গনাকে হাসপাতালে কাটাতে হয়েছে। নিজের সমাজমাধ্যমে একটি ছবি পোস্ট করেন অভিনেত্রী। যেখানে দেখা গিয়েছে, হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন তিনি। তাঁর হাতে চ্যানেল লাগানো। চলছে স্যালাইন। উৎসবের দিন হাসপাতালে ভর্তি থাকায় মন খারাপ অভিনেত্রীর।
হঠাৎ কী এমন হল যে হাসপাতালে ভর্তি হতে হয়েছে অঙ্গনাকে? এই বিষয়ে জানার জন্য অঙ্গনার মা লাজবন্তী রায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, কালীপুজোর দিন অনেকটা দেরি করে ভোগ খায় অঙ্গনা। পুজোর কারণে অনিয়ম তো হচ্ছিলই, তার মধ্যে এত দেরি করে খাওয়াদাওয়া। সেই কারণে মধ্যরাত থেকেই অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী। বমি, দুর্বলতা নিয়ে মাথা তুলতে পারছিলেন না অঙ্গনা।
প্রথমে বাড়িতে চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ খান অভিনেত্রী। খানিকটা সুস্থ হলেও পরের দিন ফের গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। তখনই তাঁকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেন পরিবারের সদস্যরা। পরিবার সূত্রের খবর, এখন আগের থেকে ভাল আছেন অঙ্গনা। আরেকটু সুস্থ হলেই সম্ভবত হাসপাতাল থেকে তাঁকে ছেড়ে দেওয়া হবে।
গত কয়েক মাসে বারবার অসুস্থ হয়ে পড়ছেন অভিনেত্রী অঙ্গনা রায়। সেই কারণে ৮ মাস অভিনয়ের পর 'তুমি আশে পাশে থাকলে' ধারাবাহিকে পার্বতীর চরিত্র থেকে সরে আসেন তিনি । একটু সুস্থ হয়েই ছবি এবং ওয়েব সিরিজের কাজ নিয়ে আবার ময়দানে নামবেন বলে ভেবেছিলেন। কিন্তু ফের বাধা হয়ে দাঁড়াল অসুস্থতা। আপাতত সব বাধা কাটিয়ে কবে অঙ্গনা ফ্লোরে ফিরবেন সেদিকে তাকিয়ে দর্শক মহল।
