নতুন মা হয়েছেন অহনা দত্ত। মাত্র কয়েক দিন আগেই কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অনুরাগের ছোঁয়ার মিশকা। আপাতত একরত্তিকে নিয়েই দিনযাপন তাঁর। মেয়ের সঙ্গে কাটানো এক মিষ্টি মুহূর্ত ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গেও। ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী। দেখা যাচ্ছে, একরত্তিকে কোলে নিয়ে আদর করছেন তিনি। ঘুম থেকে উঠে মায়ের কোলে গুটিসুটি মেয়ে জুড়ে দিয়েছে কান্না। অহনাও তাকে থামানোর চেষ্টায় কোনও ত্রুটি রাখেননি।
মা-মেয়েকে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগী। তবে অনেকেই অহনাকে বাচ্চা কোলে নেওয়া ‘সঠিক’ নিয়ম শেখাতে নানা উপদেশ দিয়েছেন। একজন লিখেছেন, ‘দিদি বাচ্চাকে এভাবে কোলে নিও না। ওদের লাগে’। আবার জনৈক নেটিজেনের টিপ্পনি, ‘বাচ্চার বয়স কমপক্ষে এক মাস না হলে, তাকে এভাবে কোলে নেওয়া উচিত নয়। ওকে এভাবে কোলে নিও না। আর জামাও সুতির পরানো উচিত’। অহনার পোস্টের কমেন্ট বক্স এরকম নান মন্তব্য ভরে গিয়েছে।
অহনাও উত্তর দিয়েছেন। ছোটপর্দার খলনায়িকা লেখেন ‘সবাই বেবিকে নিয়ে এত ভাবে, তাই ধন্যবাদ। ওকে এখন শুইয়েই নেওয়া হয় কিন্তু এটাও ভুল না। আর তাছাড়া ওর কোমরের তলায় আমার হাতের সাপোর্ট আছে। আমার ডাক্তার এইভাবে ঢেকুর তোলাতে বলেছেন। চিন্তার কিছু নেই।’
সন্তানের বয়স এক মাসও হয়নি। মা হিসাবে রোজই নতুন কিছু কিছু শিখছেন অহনা। অভিনেত্রীর কথায়, “সোশ্যাল মিডিয়ায় সবাই যে সব ভুল বলেন, তা কিন্তু নয়। এই তো সেদিনই আমি বাচ্চাকে ঘুম পাড়ানোর টিপস চেয়ে একটা পোস্ট করেছিলাম। কত মানুষ কত লিখলেন। তাতে আমার সাহায্যই হল। তাঁরা যে সময় বার করে কমেন্ট করে, এটা আমার ভাল লাগে। তবে অনেকেই আছেব যাঁরা আমায় আতসকাচের নীচে রেখে কাটাছেঁড়া করেন। এটা শুধু মায়েদের নয়, সব মেয়েদেরই বোধ হয় সহ্য করতে হয়। আমি যদি ঠিক-ভুল না জানতাম, সন্তান গর্ভে থাকাকালীন এত কাজ করতে পারতাম না। আমার স্বামী দীপঙ্কর সব সময় পাশে আছে। ভুল হলে ও সামলে নেবে।”
আপাতত কাজ থেকে বিরতি নিয়েছেন অহনা। মা হওয়ার ধকল কম নয়। তাই শারীরিক এবং মানসিক ভাবে পুরোপুরি সুস্থ হয়ে ফের কাজ শুরু করবেন। সন্তান সামলানোর পাশাপাশি সময় বার করছেন নিজের জন্যও। তাঁর কথায়, “নিজে ভাল না থাকলে সন্তানকেও ভাল রাখতে পারব না। তাই নিজেক দিকেও নজর দিচ্ছি। এই তো সেদিন আমি আর দীপঙ্কর এক ফাঁকে বেরিয়ে মোমো খেয়ে এলাম। এভাবেই সব কিছু সামলে দিন কাটছে আমাদের।”
অন্তঃসত্ত্বা থাকালীন অহনা মাঝেমধ্যেই অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতেন গর্ভের সন্তানের নিয়মিত নড়াচড়া করে উপস্থিতি জানান দেওয়ার বিষয়। কখনও আবার মাঝরাতের ক্রেভিং রক্ষা করতে বরের হাতের বিরিয়ানি, সবটাই অহনা তুলে ধরতেন নেটমাধ্যমে।সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই ঠিক করে ফেলেছিলেন তার নাম। খুব শীঘ্রই নামকরণ অনুষ্ঠান করে তা প্রকাশ্যে আনবেন অভিনেত্রী।
