নিজস্ব সংবাদদাতা: জি বাংলার ধারাবাহিক 'আনন্দী' প্রতি সপ্তাহে টিআরপিতে তেমন ভাল ফল করতে না পারলেও দর্শকের মনে জায়গা করে নিয়েছে। এই ধারাবাহিকের মাধ্যমে ফের জুটি বেঁধেছেন ঋত্বিক মুখোপাধ্যায় ও অন্বেষা হাজরা। এবার 'আদি-আনন্দী' হিসাবে দর্শকের ভালবাসা পাচ্ছেন তাঁরা। 

 


ধারাবাহিকের নিত্যনতুন মোড় দারুণ পছন্দ করেন সিরিয়াল প্রেমীরা‌। যে কোনও বিপদে আনন্দীর পাশে থাকে আদি। তাই তাদের জুটিকে এত পছন্দ করেন দর্শক। কিন্তু এবার এই ধারাবাহিক ঘিরে আসছে অন্য খবর। নাকি এই মেগা ছাড়তে চলেছেন নায়ক। 

 


জি বাংলায় আসছে নতুন ধারাবাহিক 'ইশক সুবহান আল্লাহ'। এই মেগায় থাকছেন ঋত্বিক। তবে অভিনয়ে নয়, নায়কের চরিত্রে কণ্ঠ দেবেন তিনি। আসলে এই ধারাবাহিকটি হিন্দির ডাবিং। তাই বাংলায় নায়কের চরিত্রে কণ্ঠে থাকছেন ঋত্বিক। 

 


ধারাবাহিকের প্রোমো প্রকাশ্যে আসার পরেই নেটপাড়ায় গুঞ্জন ছড়িয়েছে ঋত্বিকের 'আনন্দী' ছাড়ার। যদিও ডাবিংয়ের জন্য 'আনন্দী' ছাড়ছেন না ঋত্বিক। তবে নতুন ওই মেগায় ঋত্বিকের কণ্ঠ শুনে দারুণ খুশি হয়েছেন তাঁর অনুরাগীরা।