নিজস্ব সংবাদদাতা: সোহিনী সরকারের সঙ্গে জুটি বেঁধে বড়পর্দায় আসছেন বিক্রম চট্টোপাধ্যায়। ছবির নাম 'অমর সঙ্গী'। গল্পে দেখা যাবে অদ্ভুতুড়ে অমর প্রেম! ছবির ট্রেলারও ইতিমধ্যেই সাড়া ফেলেছে নেটপাড়ায়। কিন্তু ছবি মুক্তির আগে হঠাৎ বিপাকে পড়লেন বিক্রম-সোহিনী।
ছিঁড়ে ফেলা হল 'অমর সঙ্গী'র পোস্টার। শহরের রাস্তার মোড়ে মোড়ে ছিঁড়ে পড়ে থাকা পোস্টারের ছবি সমাজমাধ্যমে ভাগ করলেন বিক্রম। শুধু তাই নয়, ক্ষোভ উগড়ে লিখলেন, "আগামী ৩১ জানুয়ারি সিনেমাহলে মুক্তি পাচ্ছে 'অমরসঙ্গী'। আমাদের অনেকটা রক্ত, ঘাম মিশে আছে এই সিনেমার নির্মানের সঙ্গে, হয়তো বেশ কিছুটা স্বপ্নও। সিনেমার প্রচারের জন্য কয়েক লক্ষ টাকা খরচ করে সিনেমার প্রযোজক কয়েক হাজার পোস্টার ছাপিয়েছেন, কলকাতা শহরের নানা জায়গায় সেগুলো লাগানোও হয়েছে। অথচ তার বেশ কিছু জায়গায় এই দৃশ্য।"
তিনি আরও লেখেন, "অদ্ভুতভাবে শুধু আমাদেরই পোস্টারগুলো নির্মমভাবে ছিঁড়ে রাস্তায় ফেলা হয়েছে, পোস্টার ফেলার ১ দিনের মধ্যে। আমাদের প্রযোজকের পক্ষে সম্ভব না আবার নতুন করে পোস্টার ছাপিয়ে গোটা শহর জুড়ে লাগানো। তাই আপনারা রাস্তায় সিনেমার পোস্টার দেখতে পাবেন কিনা জানি না, কিন্তু 'অমরসঙ্গী' দেখতে পাবেন সিনেমা হলে।"
এই পোস্টার ছিঁড়ে ফেলা কি নিতান্তই অজ্ঞাত ঘটনা? নাকি এর পিছনে রয়েছে কোনও শত্রুতা? কী মনে হচ্ছে বিক্রমের? আজকাল ডট ইন-কে অভিনেতা বলেন, "প্রতিযোগিতা বা শত্রুতা কোনওটার মধ্যেই যেতে চাই না। তাই আমার সঙ্গে এরকম কে করবে জানি না। গোটা বাংলা ইন্ডাস্ট্রির জন্য ভাল কাজ করতে চাই সবাই। আমিও চেয়েছি, তাই চেষ্টা করে চলেছি প্রাণপণে। কিন্তু তার মাঝে এইরকম ঘটনা সত্যিই খারাপ লাগে।"
