সংবাদসংস্থা মুম্বই: আরজি কর কাণ্ডের রেশ ছড়িয়ে পড়েছে টলিউডেও। প্রতিবাদে মুখর টলিপাড়ার তারকারা। কবে পরিস্থিতি স্বাভাবিক হবে?রাখির দিনেও তাই চিন্তার ভাঁজ কপালে অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের। এই বছর রাখিতে শহরের বাইরে থাকায় বোনের হাত থেকে রাখি পরা হয়নি তাঁর। দূরে থেকেই বর্তমান সমাজচিত্র দেখে দাদা হিসেবে মনোবল হারিয়েছেন বিক্রম।
আজকাল ডট ইনকে অভিনেতা বলেন, "প্রতিবছর রাখিতে যে অনুষ্ঠান হয়, এইবছর শুধু দূরে আছি বলে নয়, পরিস্থিতির কারণে বাড়িতে থাকলেও সেলিব্রেশনের ইচ্ছেটা থাকত না। একজন দাদা বা ভাই যাতে বোনের সুরক্ষা করতে পারে সারাজীবন এই শপথেই রাখি পরানো হয়। কিন্তু আজ একজন দাদা বা ভাই হিসেবে নিজেকে ব্যর্থ মনে হচ্ছে।"
বিক্রম আরও বলেন, "আমার মনে হয় বোনেরা দাদাদের রাখি না পরিয়ে যদি দিদি বা বোনেদের ভাই বা দাদারা রাখি পরাতো, তাহলে সমাজটা অন্যরকম হত। এই ঘটনায় খুব ভেঙে পড়েছি মানসিকভাবে। সেই সঙ্গে লজ্জা করছে যে আজ এরকম একটা বিষয়কে কেন্দ্র করে আমাদের প্রতিবাদে সামিল হতে হয়েছে।"
প্রসঙ্গত, তথাগত মুখোপাধ্যায় পরিচালিত ছবি 'পারিয়া ২'-এ আবারও একবার বড়পর্দায় ঝড় তুলতে আসছেন বিক্রম। এবার শুধু সারমেয়দের সুরক্ষার লড়াই নয়। সমগ্র জনজীবন রক্ষার লড়াই ফুটে উঠতে চলেছে ছবির গল্পে।
