নিজস্ব সংবাদদাতা: শনিবার টলিপাড়ায় ভেসে এসেছিল ভাঙনের আঁচ। খবর এসেছিল আলাদা হচ্ছে অভিনেতা সুদীপ মুখোপাধ্যায় ও স্ত্রী পৃথা চক্রবর্তীর পথ। শনিবার বিকেল গড়াতেই সমাজমাধ্যমে লিখেছিলেন, "আমি ও সুদীপ মুখোপাধ্যায় বিবাহবিচ্ছেদের পথে হেঁটেছি। তবে সারাজীবন আমরা একে অপরের বন্ধু হয়ে থাকব।"
তারপর থেকেই সমাজমাধ্যমে দম্পতিকে নিয়ে চর্চা শুরু হয়। সেই সময় তারকা জুটিকে খবরের সত্যতা যাচাইয়ের জন্য যোগাযোগ করা হলেও তাঁদের পক্ষ থেকে কোনও সদুত্তর মেলেনি। এবার রবিবার সমাজমাধ্যমে ভিডিও পোস্ট করে সুদীপ জানান, তাঁর স্ত্রী রসিকতা করে পোস্টটি করেছিলেন।
ওই ভিডিওয় অভিনেতাকে বলতে শোনা যাচ্ছে, "পৃথা গতকাল রসিকতা করে আমাদের বিবাহবিচ্ছেদ নিয়ে একটি পোস্ট করে। আসলে চারদিকে বিবাহবিচ্ছেদের খবর। ওর মনে হয়েছিল, যদি এরকম কোনও খবর আমাদের নিয়ে হয়, তা হলে কী হবে! বিষয়টা ও খুব একটা ভেবে দেখেনি। বুঝতে পারেনি বিষয়টা নিয়ে আলোচনা শুরু হবে।"
এখনও পর্যন্ত সুদীপের ভিডিও প্রকাশ্যে আসার পর বিবাহবিচ্ছেদ নিয়ে নতুন কোনও মন্তব্য করেননি স্ত্রী পৃথা। তবে রবিবার বিকেলে সমাজমাধ্যমে আরও একটি পোস্ট করেন পৃথা। সেখানে তিনি হিন্দিতে যা লিখেছেন তার অর্থ হল, "যা দেখা যায়, সেটা সত্য না-ও হতে পারে। কিন্তু যা ঘটে তা দেখতে পাওয়া যায় না।" পৃথার ইঙ্গিতপূর্ণ পোস্টে জল আরও ঘোলা হয়েছে। বিবাহবিচ্ছেদ নিয়ে তাঁদের এইরকম রসিকতা মোটেই পছন্দ করেনি নেটপাড়া।
