সংবাদসংস্থা মুম্বই: হঠাৎই মৃত্যুর গুজবের শিকার অভিনেতা শ্রেয়াস তালপাড়ে। সম্প্রতি নিজের মৃত্যুর গুজবে মুখ খুলেছেন অভিনেতা। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তিনি অনুরাগীদের সঙ্গে তাঁর সুস্থতার খবর ভাগ করে নিয়েছেন। অভিনেতা সোশ্যাল মিডিয়ায় তাঁর মৃত্যুর মিথ্যে খবর ছড়িয়ে পড়ায় হতাশা প্রকাশও করেছেন ওই পোস্টের মাধ্যমে। 

শ্রেয়াস ওই পোস্টে লেখেন, "আমি বেঁচে আছি, সুস্থ এবং সুখী আছি। আমার মৃত্যুর ভুয়ো খবর এইভাবে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার ফলে আমার পরিবারের উপর দিয়ে ঝড় বয়ে গিয়েছে। মৃত্যুর খবর কোনওদিনই সুখের হতে পারেনা। তাই আমার পরিবার খুব ভেঙে পড়েছে। এমনকী আমার মেয়ে যে রোজ স্কুলে যায় সে খুবই দুঃখ পেয়েছে এই ঘটনায়। বাবার মৃত্যু সংবাদে সে স্কুলে গিয়ে কী বলবে এই নিয়ে এত ছোট বয়সে চিন্তা করতে শুরু করেছে সে।"

নেটিজেনদের উদ্দেশে শ্রেয়াস আরও লেখেন, "সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর, ট্রোলিংয়ের সঙ্গে আমি পরিচিত। কিন্তু কারওর মৃত্যু সংবাদ নিয়ে কখনও হাসির খোরাক করা উচিত নয়। এইরকম বিষয় কোনওদিনও রসিকতার বিষয়বস্তু হতে পারেনা। হয়তো কারওর কাছে এই বিষয় সত্যিই মজাদার। কিন্তু আমার এবং আমার পরিবারের কাছে এই বিষয়টা আবেগ নিয়ে খেলার সমান।" 

ওই পোস্টে অভিনেতা ধন্যবাদ জানিয়েছেন তাঁর অনুরাগী এবং প্রিয়জনদের যাঁরা এই খবরে বিচলিত হয়ে তাঁর খোঁজ নিয়েছেন। 

প্রসঙ্গত, গত বছর অভিনেতার হার্ট অ্যাটাকের খবর এসেছিল। সেই সময় মৃত্যুর মুখ থেকে প্রায় ফিরে এসেছিলেন অভিনেতা।