নিজস্ব সংবাদদাতা: টলিপাড়ায় একের পর এক সম্পর্কের ভাঙন, বিশেষত যিশু-নীলাঞ্জনা ও ঋষি কৌশিক-দেবযানীর বিচ্ছেদের কথা এইভাবে প্রকাশ্যে উঠে আসা মেনে নিতে পারছেন না অনেকেই। এবার এই বিষয়ে প্রথমবার আজকাল ডট ইন-এর কাছে মুখ খুললেন অভিনেতা রুদ্রনীল ঘোষ।

যিশু সেনগুপ্ত খুব কাছের বন্ধু রুদ্রনীল ঘোষের। তবে বন্ধুত্ব বা যেকোনও সম্পর্ককে দূরে সরিয়ে রেখে এই বিচ্ছেদের খবর নিয়ে কথা বললেন রুদ্রনীল। রুদ্রনীলের কথায়, "রেজাল্ট আউট হওয়ার আগেই যদি আপনারা মার্কশিট দিয়ে দেন, তাহলে কী করে হবে। যাই সিদ্ধান্ত হোক না কেন, যিশু বা নীলাঞ্জনার জন্য তা অত্যন্ত ব্যক্তিগত। তাঁরাই মূল সিদ্ধান্ত নেবেন তাই বিষয়টা তাঁরাই ভাল বুঝবেন। কাঞ্চন মল্লিক কেন তিনটে বিয়ে করলেন সেই বিষয় নিয়েও বহু মানুষকে কথা বলতে শুনেছি। এই ধরনের ঘটনা তো অনেকের সঙ্গেই হতে দেখা যায়। এই খবর কি নতুন? আসলে তারকাদের জীবন নিয়ে আলোচনা বেশি হয়। সবার আশেপাশেই ঘটছে এই ধরনের ঘটনা, কিন্তু মানুষ তারকাদের জীবন নিয়ে আলোচনা করতে বেশি ভালবাসেন। তবে তা যে অনেক সময় অত্যাচারের পর্যায়ে পৌঁছে যায় সেটাও মাথায় রাখতে হবে।"

ঋষি কৌশিক এবং দেবযানী চক্রবর্তী বিবাহ বিচ্ছেদ নিয়ে রুদ্রনীল বলেন, "এটাও তো তাঁদের নিজেদেরই ব্যাপার, কেন এই বিষয়ে এত আলোচনা করবেন অন্য মানুষ? আসলে সমাজে যা ঘটছে সেটাই কিন্তু আমাদের জীবনেও ঘটছে। আবার সেই ঘটনাই আমরা দেখতে পাচ্ছি সিনেমা বা সিরিয়ালে।"

প্রসঙ্গত, এখনও সঙ্গী খুঁজে নেননি অভিনেতা।‌ চারিদিকে এত বিচ্ছেদের ঝড় দেখেই কি এখনও বিয়ের বন্ধনে বাঁধা পড়েননি রুদ্রনীল?