নিজস্ব সংবাদদাতা: প্রতিবছর ১৯ নভেম্বর সারা বিশ্ব জুড়ে পালন করা হয় বিশ্ব পুরুষ দিবস। এই দিনটি সেই সমস্ত পুরুষদের জন্য বিশেষ যারা প্রতিনিয়ত নিজের দায়িত্ব পালন করার জন্য কঠোর পরিশ্রম করে চলেছেন। পুরুষদের আবেগ, অনুভূতি নিয়ে সচরাচর কথা ওঠে না। সমাজের চিরাচরিত ভাবনা থেকে পুরুষ জাতিকে কঠোর হওয়ার তকমা দেওয়া হয়েছে। কিন্তু এখন সময়ের সঙ্গে বদলাচ্ছে বস্তাপচা ধারণা। পুরুষের চোখেও যে জল আসে, তাদের মন খারাপের অধিকার আছে, এবার এই কথা সমাজ মাধ্যমে নিজের মতো করে তুলে ধরলেন অভিনেতা রাহুল দেব বসু। 

 


সমাজ মাধ্যমে একটি ভিডিও ভাগ করে পুরুষ দিবস নিয়ে কিছু কথা হিন্দিতে বলতে শোনা যায় রাহুলকে। তিনি বলেন, "আমরা এমন একটি সমাজে বড় হয়ে উঠি যেখানে ছেলেরা কাঁদে না, ছেলেদের আবেগ বোঝার মতো কেউ নেই। ছোট থেকে একটি ছেলেকে না কাঁদার পরামর্শ দেওয়া হয়, যার ফলে সেই ছেলেটি ছোট থেকেই আবেগকে দমন করতে শিখে যায়। পরবর্তী জীবনে কঠিন সময়ের সম্মুখীন হয়েও আবেগকে নিয়ন্ত্রণ করতে শিখে যায় সেই ছেলেটি। ছেলেদের কাঁদতে নেই, সবার সামনে ভেঙে পড়তে নেই, প্রজন্মের পর প্রজন্ম এই কথাটি ছেলেদের মনে প্রভাবিত হয়।"


রাহুলের কথায়, "ছেলেরা কাঁদে, তাঁদের মনেও আঘাত লাগে। সমাজ বদলাচ্ছে। তাই এই চিরাচরিত ধারণাগুলো এবার বদলানো উচিৎ। প্রতিটি ছেলের মনের অনুভূতিগুলো প্রকাশ করাটা দরকার। কারণ সে পুরুষ নয়, যার একটুও কষ্ট হয় না।" এই ভিডিওর শেষে পুরুষ দিবসের শুভেচ্ছা জানাতেও ভোলেন না রাহুল। তাঁর এই পোস্ট অনুরাগীদের ইতিবাচক মন্তব্যে ভরে গিয়েছে।