সংবাদ সংস্থা মুম্বই: দীপাবলির আবহে ‘ভুল ভুলাইয়া ৩’-এর সঙ্গে একইদিনে মুক্তি পেয়েছিল রোহিত শেঠির ‘সিংহম এগেইন’। বলিউডের ‘কপ ইউনিভার্স’-এর বহু প্রতীক্ষিত এই ছবি নিয়ে দর্শকের আগ্রহের পারদ ছিল তুঙ্গে। প্রথম দিন থেকেই অবশ্য বক্স অফিসে ‘সিংহম’ ও তাঁর সাঙ্গপাঙ্গদের লড়াইটা ফাঁকা মাঠে হয়নি। ফিল্ম ট্রেড অ্যানালিস্টদের দল যেমন ভেবেছিল, বক্স-অফিসে শুরুর লড়াইটা ততটা একপেশে হয়নি ‘সিংহম এগেইন’-এর জন্য। অর্থাৎ সহজ কথায়, ‘ভুল ভুলাইয়া ৩’ দেখার জন্যেও প্রেক্ষাগৃহে ভিড় জমাচ্ছিল দর্শক। এবং সে ভিড় যে স্রেফ এক-আধদিনের নয়, তাই যেন আজকের করা একটি পোস্টে বুঝিয়ে দিলেন কার্তিক। পাশাপাশি নাম না তুলে সিংহম এগেইন-কেও কাটলেন চিমটি।
বুধবার ইনস্টাগ্রামে একটি পোস্টার পোস্ট করেছেন কার্তিক। চারপাশে উড়ছে দাঁড়কাক এবং তার-ই মাঝে দেখা যাচ্ছে ‘রূহ বাবা’রূপী কার্তিক দাঁড়িয়ে রয়েছেন। মুখে স্মিত হাসি। এবং পোস্টারে বড় বড় করে লেখা, বিশ্বব্যাপী ৪০০ কোটি টাকারও বেশি ব্যবসা করেছে এই ছবি! পোস্টের ক্যাপশনে বলি-অভিনেতা লিখেছেন, “দর্শক যদি আপনার সঙ্গে থাকেন, আপনাকে বিশ্বাস করে তাহলে সবকিছু সম্ভব। তাই ধন্যবাদ। ৪০০ কোটি টাকা হল পার।” এবং ‘সিংহম এগেইন’কেও খোঁচাটা মেরেছেন কার্তিক বেশ ‘বড়’ করেই। কারণ পোস্টারের একেবারে উপরে বড় বড় করে লেখা রয়েছে, "মনে রাখার মতো এক যুদ্ধ।” কেন কার্তিক এই ছবিমুক্তিকে ‘যুদ্ধ’ বলে ঘোষণা করলেন তা বলার জন্য কোনও পুরস্কার নেই!
