সংবাদ সংস্থা মুম্বই: মঙ্গলবার প্রয়াত হলেন অভিনেতা জয়দীপ আহলাওয়াতের বাবা। 'পাতাল লোক ২' এর প্রচারের মাঝেই এল এই দুঃসংবাদ। শোনামাত্রই সব কাজ ফেলে দিল্লিতে নিজের পরিবারের কাছে ছুটলেন অভিনেতা। 

 

একটি আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে এই খবরের সত্যতায় সিলমোহর দিয়েছে জয়দীপের টিম। জানানো হয়েছে, জয়দীপের বাবা যখন প্রয়াত হন, তখন তাঁর পরিবারের সদস্যরা চারপাশে ছিলেন। এই শোকের সময় যেন অভিনেতা এবং তাঁর শোকস্তব্ধ পরিবারকে যেন নিজেদের মতো থাকতে দেওয়া হয়, এটাই সর্বান্তকরণে অনুরোধ। 

 

প্রসঙ্গত, জয়দীপের বাবা একজন অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন। এক সাক্ষাৎকারে জয়দীপ জানিয়েছিলেন, তাঁর অভিনেতা হয়ে ওঠার পিছনে বাবার অবদান অনেকটাই। অভিনেতার কথায়, " যখন বাড়িতে জানিয়েছিলাম, অভিনয়কেই কেরিয়ার করতে চাই এবং এফটিআই-তে পড়াশোনা করতে চাই তখন বাবা সমর্থন করেছিলেন। বাড়ির বাকিদের বুঝিয়ে বলেছিলেন, 'খুব খারাপ হলে কী হবে? ও ব্যর্থ হবে, তাই তো। বেশ হবে, তারপর বাড়ি ফিরে ক্ষেতখামার সামলাবে। ব্যস!"

 

 

২০২৩-এ ‘জানে জান’ ছবিতে করিনা কপূরের বিপরীতে জয়দীপের অভিনয় প্রশংসিত হয়েছিল। সম্প্রতি, আমির খানের ছেলে জুনেইদ খানের প্রথম ছবি ‘মহারাজ’-এ প্রধান খলনায়কের চরিত্রে দেখা গিয়েছে জয়দীপকে। 'পাতাল‌ লোক ২' ছাড়াও সামনে অভিনেতার একগুচ্ছ নতুন কাজ মুক্তির অপেক্ষায়।