সংবাদ সংস্থা, মুম্বই: এক সময়ে সকলে তাঁর অভিনয় জীবন শেষ বলেই ধরে নিয়েছিলেন। পর্দায় তো ছিলেনই না, তারকাদের পার্টিতেও তাঁকে দেখা যেত না। মাঝে মাঝে কেবল সমাজ মাধ্যমে অনুরাগীদের সঙ্গে কথা বলতেন। এবার ১০ বছর পর অভিনয়ে ফিরতে চলেছেন ইমরান খান। নিজের 'কামব্যাক'-এর জন্য ওটিটিকে বেছে নিয়েছেন  'ব্রেক কে বাদ'র অভিনেতা। 

সূত্রের খবর, নেটফ্লিক্সে আগামী এপ্রিল মাসে শুরু হচ্ছে ইমরানের ছবির শুটিং। বহু বছর বাদে পর্দায় ফিরে ভূমি পেডনেকর সঙ্গে জুটি বাঁধবেন ইমরান। আর এক মাসের মধ্যেই পুরোদমে কাজ শুরু করতে চলেছেন অভিনেতা। 

সূত্রের খবর, একসময় যে ঘরনার ছবির জন্য তাঁর ভক্তের সংখ্যা বেড়েছিল সেরকমই মিষ্টি প্রেমের ছবির গল্পেই আবার দেখা যাবে ইমরানকে। ছবির পরিচালনার দায়িত্বে থাকবেন দানিশ আসলাম যিনি ইমরান-দীপিকাকে নিয়ে 'ব্রেক কে বাদ' ছবিটি তৈরি করেছিলেন। সূত্রের খবর, এই ছবি রম-কম হলেও ইমরান অভিনীত চরিত্রটি তাঁর বাস্তব বয়সের সঙ্গে মানানসই। আর গল্পটাও নাকি এমন যেখানে ইমরানের অভিনয়ের দক্ষতা ফুটে উঠবে। 

শুধু তাই নয়, ছবির প্রযোজকের দায়িত্বে থাকবেন স্বয়ং আমির খান। সম্পর্কে যিনি ইমরানের মামা আমির। ‘মি. পারফেকশনিস্ট’-এর হাত ধরেই বলিউডে পা রেখেছিলেন ইমরান। জেনেলিয়া ডিসুজার বিপরীতে প্রথম ছবি 'জানে তু ইয়া জানে না' থেকেই যুবতীদের 'হার্টথ্রব' হয়ে উঠেছিলেন তিনি। ইমরানের ওয়েব ছবিতে একটি ছোট্ট অথচ গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যেতে পারে আমির খানকে, বলিপাড়ায় এমন জল্পনাও শুরু হয়েছে। প্রসঙ্গত, ২০১৫ সালে 'কাট্টি বাট্টি' ছবিতে ইমরানকে শেষবার পর্দায় দেখা গিয়েছিল।