নিজস্ব সংবাদদাতা: 'হেমলক সোসাইটি'র আদলে আসছে সৃজিত মুখোপাধ্যায়ের আগামী ছবি 'কিলবিল সোসাইটি'। মুখ্য চরিত্রে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায় ও কৌশানী মুখোপাধ্যায়কে। ছবিতে কৌশানীর সঙ্গে সমান্তরাল চরিত্রে দেখা যেতে পারে সন্দীপ্তা সেনকে। এই ছবিতে কৌশানীর মতো তিনিও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন। প্রাথমিক ভাবে স্থির হয়েছে, ছবিতে থাকতে পারেন বিশ্বনাথ বসু, অনিন্দ্য চট্টোপাধ্যায়।

 

থিয়েটার, ধারাবাহিকের হাত ধরে অভিনয় জগতে পথ চলা শুরু হয়েছিল বিশ্বনাথ বসুর। বড়পর্দায় কমার্শিয়াল ছবি থেকে শুরু করে অন্য ধারার গল্পেও কাজ করেছেন অভিনেতা। দর্শককে কখনও হাসিয়েছেন কখনও কাঁদিয়েছেন। কিন্তু এত বছরের পথ চলায় পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ করা হয়নি তাঁর! অবশেষে এল সেই সুযোগ। এত বছর কেন সময় লাগলো! আক্ষেপ হয়? আজকাল ডট ইন-কে বিশ্বনাথ বলেন, "আক্ষেপ নেই। সময়ের অপেক্ষা ছিল। এর আগে বহুবার সৃজিতের সঙ্গে বহু ছবি নিয়ে কথা হয়েছে। কিন্তু কোনওটাই হয়ে ওঠেনি। তাই অপেক্ষাটা ছিল। অবশেষে সাধ পূরণ বলা যেতে পারে।" 


অভিনেতার কথায়, "প্রতিটা চরিত্রই ভিন্ন ধরনের হয়, তাই অভিনেতারা দর্শকের মনের কাছে পৌঁছতে পারেন। তবে এই ছবিতে আমায় নতুনভাবে আবিষ্কার করবেন দর্শক। এইটুকু কথা দিতে পারি।"

 

প্রসঙ্গত, ছবির চিত্রনাট্য লিখেছেন সৃজিত। জানা যাচ্ছে, ফেব্রুয়ারির শুরুতেই কলকাতা এবং উত্তরবঙ্গ মিলিয়ে শুট হবে। ছবিতে থাকতে পারেন টলিপাড়ার বহু পরিচিত মুখেরা।