সংবাদ সংস্থা মুম্বই: একসময় বলিউডের নামজাদা তারকাদের ছবিতে শোনা যেত তাঁর কন্ঠ। তিনি অভিজিৎ ভট্টাচার্য। বলিউডের ছবিতে একসময় শাহরুখ খানের কণ্ঠ বলা হতো অভিজিৎ ভট্টাচার্যকে। নয়ের দশকে একের পর এক দর্শককে নানা জনপ্রিয় গান উপহার দিয়েছেন এই জুটি। সেইসব গানের জনপ্রিয়তার রেশ আজও দিব্যি টের পাওয়া যায়। তবে দীর্ঘদিন ধরে শাহরুখের গানে অনুপস্থিত তিনি। কেন ভাঙল এই জনপ্রিয় জুটি? শাহরুখের প্রতি কি রাগ পুষে রেখেছেন অভিজিৎ?    


এর কারণ হিসেবে গায়ক জানান, তিনি তাঁর কাজের প্রাপ্য সম্মান পাচ্ছিলেন না। শাহরুখের সঙ্গে তাঁর সমস্যার সূত্রপাত তখন থেকেই। “যখন আত্মসম্মানে আঘাত লাগে, তখন মনে হয় যথেষ্ট হয়েছে। আমি তো শুধু শাহরুখের জন্য কোনওদিন গান গাইনি, আমি গেয়েছি নিজের কাজের জন্য। কিন্তু যখন দেখলাম সবাইকে সম্মান দেওয়া হচ্ছে, একজন চা-বিক্রেতার কথাও পর্যন্ত ফলাও করে বলা হচ্ছে অথচ এই যে আমি শাহরুখের জন্য কণ্ঠ দিয়েছি, সেই গানের জন্য প্রাপ্য সম্মানটুকু পর্যন্ত আমাকে দেওয়া হচ্ছে না। আমার কথাটুকু পর্যন্ত কোথাও বলা হচ্ছে না। তখন মনে হয়েছিল-কেন তাহলে তোমার জন্য আমি কণ্ঠ দেব?”

 

তাহলে কি শাহরুখের প্রতি মনের গহীনে রাগ পুষে রেখেছেন অভিজিৎ? “এরকম নয় যে শাহরুখের সঙ্গে আমার সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। কিন্তু শাহরুখ এখন আর সাধারণ মানুষ নন, তিনি এখন এতটাই বিরাট তারকা। হয়তো শাহরুখ নিজেও জানে না যে ও ঠিক কত বড় তারকা এইমুহূর্তে। উল্টোদিকে আমি যা ছিলাম সেই-ই মানুষটাই রয়ে গিয়েছি। তাই ওঁর থেকে কিছু আশা করবই বা কেন আমি? আমি নিজের মতো জীবনে এগোচ্ছি। শাহরুখের থেকে বছর পাঁচ কিংবা ছয় বড় আমি। আমাদের দু’জনেরই ইগো রয়েছে। আমাদের দু'জন্যেই বৃশ্চিক রাশি। তবে আমি বড় বৃশ্চিক! আমার ওঁর সমর্থনেরও প্রয়োজন নেই। ওঁকেও প্রয়োজন নেই!”


কিছুদিন আগেও এই প্রসঙ্গে একবার মুখ খুলেছিলেন অভিজিৎ। জানিয়েছিলেন যে তিনি আঘাত পেয়েছেন এবং তাঁদের দু’জনেরই স্বভাব একইরকম। মাঝে মাঝে তাঁর মনে হয় শাহরুখ একজন অহংকারী মানুষ। অথবা তাঁর কাছে সময় নেই। পরক্ষনেই অভিজিৎ বলেন, “আমি যদি নিজেকে চিনি, আমি ওঁকেও খুব ভালো করে চিনি। যদিও আমার সঙ্গে এখন শাহরুখের কোনও ঘনিষ্ঠ সম্পর্ক নেই। কিন্তু, সে জানে আমি কষ্ট পেয়েছি।