সংবাদ সংস্থা মুম্বই: সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিজিৎ জানান, হিট গান ‘গোরি গোরি’-তে প্রথমে তিনিই কেকে-র সঙ্গে গেয়েছিলেন। কিন্তু শেষে শুনে অবাক হয়ে দেখেন, তাঁর গলা বাদ দিয়ে সে জায়গায় নিজের কণ্ঠ ব্যবহার করে নিয়েছেন সুরকার অনু মালিক!

 

“গোরি গোরি গোরি গোরি… ওই গানটা তো আমি আর কেকে প্রথম গেয়েছিলাম! বিশ্বাস করবেন? একদম ফাটিয়ে গেয়েছিলাম আমরা। তারপর আচমকা শুনি গানটার চূড়ান্ত ভার্সনে অনুর গলা বসে গিয়েছে!”—রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন অভিজিৎ। এই প্রসঙ্গেই তিনি অনু মালিউদ্দেশ্যে ব্যঙ্গ করে বলেন, “অনু মালিক তো এমন একজন ব্যক্তি যে সুযোগ পেলে নিজের গাওয়া গান নিজের ওপরেই পিকচারাইজ করে দিত! ও এতটাই পাগল! বলত, ‘এই গানটা দারুণ হয়েছে, আমি গাইব, আর আমার ওপরই শুট করো!’”

 

 

এখানেই থেমে থাকেননি অভিজিৎ। জানান, 'ম্যায় হুঁ না' ছবির ‘তুমহেঁ জো ম্যানে দেখা’-র ক্ষেত্রেও অনুর  থেকে একইরকম আচরণ পেয়েছিলেন বলেই দাবি তাঁর। আরও জানান, সাধারণত অনু মালিক ৩–৪ দিন আগেই গায়কদের সময় দিতেন ওই গানের মহড়ার জন্য, ঠিকমতো গানটাকে তোলার জন্য। কিন্তু এই গানের ক্ষেত্রে কোনও প্রস্তুতি ছাড়াই হঠাৎ তাঁকে ফোন করে রেকর্ডিং সেরে ফেলেন।অভিজিতের কথায়, “যদি সময় পেতাম, আরও ভালভাবে গাইতে পারতাম। গানটা আরও রিফাইনড হত।”

 

 

উল্লেখ্য, ‘ম্যায় হুঁ না’ ছিল ফারাহ খানের পরিচালনায় প্রথম ছবি। শাহরুখ খান, সুস্মিতা সেন, জায়েদ খান, সুনীল শেট্টি ও আমৃতা রাও অভিনীত এই ছবি এবং এর গানগুলি ২০০৪ সালে সুপারহিট হয়েছিল। ‘গোরি গোরি’, ‘তুমহেঁ জো ম্যানে দেখা’, ‘তুমসে মিলকে’—সবার মুখে মুখে ফিরত, কিন্তু গানের পর্দার আড়ালে চলত গলার লড়াই।

 

বছরের পর বছর চুপ করে থাকার পর, এবার সেই অভিমান আর ক্ষোভের ঢাক সরালেন অভিজিৎ, যিনি বলিউডে একাধিক আইকনিক গান উপহার দিয়েছেন।