সংবাদসংস্থা মুম্বই: দুই প্রাক্তন স্ত্রী রিনা দত্ত ও কিরণ রাও-এর সঙ্গে এখনও পর্যন্ত ভাল সম্পর্ক বজায় রেখেছেন আমির খান। আমিরের ব্যক্তিগত জীবন নিয়ে তাই চর্চার শেষ নেই। কিরণের সঙ্গে বিচ্ছেদের পর বহুদিন একাই ছিলেন অভিনেতা। মাঝে যদিও নাম জড়িয়েছিল অভিনেত্রী ফাতিমা সানা শেখ-এর সঙ্গে। তবে সেসব গুঞ্জনকে একেবারেই পাত্তা দেননি আমির। সম্প্রতি, নতুন প্রেমিকা গৌরী স্প্যাটকে সবার সামনে নিয়ে এসেছেন।
গৌরীর সঙ্গে মাঝেমধ্যেই বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে আমিরকে। নিজেদের প্রেমের কথা প্রকাশ্যে এনেছেন 'মিস্টার পারফেকশনিস্ট'। অভিনেতার ৬০ তম জন্মদিনে প্রেমিকা গৌরীকে সবার সামনে এনেছিলেন আমির। সেই থেকেই চর্চা, কবে আবারও বিয়ে করছেন আমির? এবার এই চর্চায় মুখ খুললেন অভিনেতা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে গৌরীর সঙ্গে বিয়ে প্রসঙ্গে আমির বলেন, "আমরা যে সম্পর্কে আছি, তা তো সবাই মোটামুটি এখন জানেই। একে অপরের প্রতি শ্রদ্ধা ও ভালবাসা আমাদের এক করে দিয়েছে। বিয়ে তো একটা নিয়ম মাত্র। মনে মনে বিশ্বাস করি, গৌরী ও আমি এখন বিবাহিত। তাই ভবিষ্যতে আমাদের সম্পর্ককে আনুষ্ঠানিক স্বীকৃতি দেব কিনা, তা নিয়ে এখনও ভাবিনি।"
