আজকাল ওয়েবডেস্ক: আমির খানের আগামী ছবি ‘সিতারে জমিন পর’-এর ট্রেলার মুক্তির এখনও ২৪ ঘণ্টা পেরোয়নি। এর মধ্যেই ছবিটি নিয়ে শুরু হয়ে গিয়েছে তুমুল বিতর্ক। সমাজমাধ্যম এক্স-এ নেটিজেনদের একাংশ ছবিটি বয়কটের ডাকও দিয়েছেন।
কিন্তু ছবি মুক্তির আগেই কেন এহেন বিতর্ক? নেপথ্যে একাধিক কারণ। নেটিজেনদের একাংশের দাবি, ভারত-পাকিস্তান যুদ্ধের আবহে পাকিস্তানের পক্ষ নিয়েছে তুরস্ক। আর এই তুরস্ক সফরে গিয়েই সেদেশের রাষ্ট্রপতি রেজেপ তাইপ এরদোগানের সঙ্গে হাত মিলিয়েছিলেন আমির। সেই ছবি এক্স এ পোস্ট করে নেটিজেনদের একাংশের দাবি, ভারত বিরোধী শক্তির সঙ্গে হাত মিলিয়েছেন আমির, তাই তাঁর আগামী ছবি বয়কট করা উচিত। আমির ভক্তদের অবশ্য দাবি অভিনেতা তুরস্কে গিয়েছিলেন বেশ কয়েক বছর আগে। তখন ভারতের সঙ্গে তুরস্কের কোনও বিরোধ ছিল না। কাজেই তার জন্য এখন তাঁকে দোষারোপ করার কোনও যুক্তি নেই।
এখানেই শেষ নয়, ট্রেলারে দেখা গিয়েছে আমির এই ছবিতে এক বাস্কেটবল কোচ, যিনি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে একটি দল গঠন করছেন। নেটিজেনদের কারও কারও দাবি, ট্রেলারে হাস্যরস থাকলেও ২০০৭ এর ‘তারে জমিন পর’ ছবিতে যে স্বতঃস্ফূর্ত আবেগ ছিল, ট্রেলারে অন্তত তা দেখতে পাওয়া যায়নি। সব মিলিয়ে ছবি মুক্তির আগেই বিতর্কে ‘মিস্টার পারফেকশনিস্ট’।
