নিজস্ব সংবাদদাতা: 'আজ বসন্তের গায়ে হলুদ, কাল বসন্তের বিয়া গো, শিমুল পলাশ সাজবে আজি নাকে নোলক দিয়া।' গানের সঙ্গে ফুটে উঠল শিবপ্রসাদ ও কৌশানী মুখোপাধ্যায় বিয়ের দৃশ্য ৷ বিয়ের পর পর্দার 'বিক্রম ও 'ঝিমলি'র একান্ত যাপনের নানা মুহূর্ত উঠে এসেছে গানে গানে ৷
এক সময় 'বেলাশুরু'র 'টাপা টিনি' গানটি লোকমুখে ফিরত। ঠিক এরকমই আরও একটা বিয়ের গান নিয়ে হাজির নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়। তাঁদের আগামী ছবিতেও তুলে আনলেন গ্রাম বাংলার বিয়ের গান ৷ শুক্রবার সামনে এল 'বহুরূপী' সিনেমার প্রথম গান 'শিমুল পলাশ' ৷
গানে কণ্ঠ দিয়েছেন ননিচোরা দাস বাউল, শ্রেষ্ঠা দাস ও বনি চক্রবর্তী ৷ গানের কথা লিখেছেন ননিচোরা দাস বাউল নিজেই ৷ গান মুক্তির পরেই তা রীতিমত ভাইরাল নেট দুনিয়ায়। আর সেই গানেরই প্রশংসায় পঞ্চমুখ অস্কারজয়ী সঙ্গীত পরিচালক এ আর রহমান। টুইট করে এই গানের সঙ্গীত পরিচালক বনি চক্রবর্তী ও 'বহুরূপ'’ টিমকে শুভেচ্ছা জানালেন রহমান।
এই প্রসঙ্গে আজকাল ডট ইন-কে শিবপ্রসাদ মুখোপাধ্যায় বলেন, "যাঁর গান শুনে বড় হয়েছি, আজ তিনিই আমাদের ছবির গানের প্রশংসা করছেন এটা সত্যিই 'বহুরূপী'র বড় প্রাপ্তি। বিশেষ ধন্যবাদ দেব বনি চক্রবর্তী ও ননিচোরা দাস বাউলকে। তাঁদের জুটির প্রথম গানই এত ভালবাসা পাচ্ছে।"
ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে আবির চট্টোপাধ্যায় ও ঋতাভরী চক্রবর্তীকে ৷ এই ছবির প্রেক্ষাপট ১৯৯৮ থেকে ২০০৩-২০০৫ এই সময়টা জুড়ে। পশ্চিমবঙ্গের বুকে ক্রমান্বয়ে ঘটে যাওয়া এমন কিছু ঘটনা, যাকে কেন্দ্র করেই এই ছবি। 'উইন্ডোজ প্রোডাকশন'-এর ব্যানারে ৮ অক্টোবর মুক্তি পেতে চলেছে ছবিটি।
