আজকাল ওয়েবডেস্ক: বর্তমানে বিনিয়োগকারীদের কাছে মিউচুয়াল ফান্ড একটি পছন্দের বিনিয়োগের বিকল্প। বেশিরভাগ মানুষ বিনিয়োগের জন্য এসআইপি বেছে নেন। এসআইপি মূলত কিস্তিতে বিনিয়োগের সুযোগ দেয় এবং বিনিয়োগের পরিমাণ কমিয়ে দেয়। ফলে ছোট বিনিয়োগের মাধ্যমেও বৃহৎ তহবিল তৈরি করা সম্ভবপর হয়। এসআইপি-তে বিনিয়োগ দীর্ঘমেয়াদী হলে ধারাবাহিক ও শৃঙ্খলিত জমানো অর্থ বাড়বেই। উদাহরণস্বরূপ বার্ষিক ৫০০০ টাকা বিনিয়োগ করে ২০ লক্ষ টাকার তহবিল গঠন সম্ভব, এখন দেখা যাক সেই তহবিল গড়তে কতদিন সময় লাগবে।

বিনিয়োগকারী ১৪ বছর ধরে প্রতি মাসে ৫০০০ টাকা করে জমালে বার্ষিক ১২ শতাংশ সুদের হারে তিনি ২০ লক্ষ টাকার তহবিলে পৌঁছাতে পারবেন। এর অর্থ হল, ১৪ বছর পর ৮,৪০,০০০ টাকার মূলধনটি সেই ১৪ বছরে অর্জিত সুদের মাধ্যমে ১,৩৪২,০০০ টাকায় পরিণত হবে, যেখানে বার্ষিক সুদের হার ছিল ১২ শতাংশ, যা মোট বিনিয়োগ + সুদ মিলিয়ে ২,১৮২,০০০ টাকার সমান।

কোন ফান্ড সেরা?

১ নিপ্পন ইন্ডিয়া তাইওয়ান ইক্যুইটি ফান্ড: এই বছর ভারতে সেরা পারফর্মিং ফান্ডের তকমা পেয়েছে। এক্ষেত্রে এক বছরে ৪১ শতাংশ রিটার্ন দিয়েছে। এই ফান্ডটির ব্যয় অনুপাত বা এক্সপেন্স রেশিও (ব্যয়ের অনুপাত হল বার্ষিক রক্ষণাবেক্ষণ চার্জ যা মিউচুয়াল তহবিলে ব্যয়ের জন্য ধার্য করা হয়) ১.০৪ শতাংশ এবং এইউএম (অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্টকে সংক্ষেপে এইউএম বলে। যা ফান্ডের আকার ও পারফরম্যান্স নির্দেশ করে) ৪২১.৫০৮৫ কোটি টাকা। 

২ আদিত্য বিড়লা এসএল ইন্টারন্যাশনাল ইক্যুইটি ফান্ড: এক বছরে ২৮.৭০ শতাংশ রিটার্ন দিয়েছে, কিন্তু এই ফান্ডটির এক্সপেন্স রেশিও ২.০৮ শতাংশ, যা নিপ্পন ইন্ডিয়া তাইওয়ান ইক্যুইটি ফান্ডের এক্সপেন্স রেশিওর প্রায় দ্বিগুণ।

৩ আইসিআইসিআই প্রু নাসডাক ১০০ ইনডেক্স ফান্ড: সম্পদের পরিমাণ (এইউএম) – ২৬৬৪.৭৫৯ টাকা, ব্যয় অনুপাত – ০.৬১ শতাংশ, এক বছরের রিটার্ন – ২৭.৫৭১২৫১৫৫।

৪.মতিলাল ওসওয়াল নিফটি ইন্ডিয়া ডিফেন্স ইনডেক্স ফান্ড: সম্পদের পরিমাণ (এইউএম) – ৩৮৯২.০৭৪ টাকা। ব্যয় অনুপাত – ০.৪৪ শতাংশ। এক বছরের রিটার্ন – ২৬.৭২০৫৬৫৩৪ ।

৫. আদিত্য বিড়লা এসএল নিফটি ইন্ডিয়া ডিফেন্স ইনডেক্স ফান্ড: সম্পদের পরিমাণ (এইউএম) – ৭৬৬.৩৭১ টাকা। ব্যয় অনুপাত – ০.৩১ শতাংশ। এক বছরের রিটার্ন – ২৫.৯৯৭৬৬৪৭৫।

তবে এই প্রতিবেদন কেবল পরিসংখ্যানের উপর ভিত্তি করে, বিনিয়োগের আগে একজন আর্থিক উপদেষ্টার সঙ্গে পরামর্শ করা বুদ্ধিমানের কাজ হবে, কারণ একজন অভিজ্ঞ উপদেষ্টা আপনার ব্যক্তিগত ঝুঁকি সহনশীলতার উপর ভিত্তি করে একটি সুচিন্তিত সুপারিশ করতে পারেন।