আজকাল ওয়েবডেস্ক: আপনার প্যান কার্ডটি একেবারে কাজ করবে না। ফলে সেখান থেকে আপনার আয়কর সংক্রান্ত সময় কাজ আটকে যেতে পারে। সেদিক থেকে দেখতে হলে আপনার প্যান কার্ডের সঙ্গে আধার নম্বরটিকে লিঙ্ক করে রাখতেই হবে। 


এই কাজের সময়সীমা রয়েছে ৩১ ডিসেম্বর। এর মধ্যেই আপনি নিজের প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের যোগ করতে হবে। অনেক করদাতা বিষয়টি নিয়ে গড়িমসি করলেও বিষয়টি একেবারেই তা নয়। যাদেরে বেতন থেকে টিডিএস কাটে তাদের কাছেও এটি হতে পারে একটি বিরাট সমস্যা।


যদি আপনি এখনও পর্যন্ত নিজের প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক না করে থাকেন তাহলে দ্রুত এই কাজটি করে নিন। এটি আপনি অনলাইনেও করতে পারেন। আয়কর বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডকে যুক্ত করতে আপনাকে নির্দিষ্ট পোর্টালে যেতে হবে। সেখান থেকেই আপনি অতি সহজে এই কাজটি করতে পারবেন।


কীভাবে নিজের প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডটি যুক্ত করবেন দেখে নিন
সবার আগে ইনকাম ট্যাক্সের ই ফাইলিং পোর্টালে যাবেন।
সেখানে হোমপেজে গিয়ে লিঙ্ক আধার কার্ডে যেতে হবে।
নিজের প্যান নম্বর, আধার কার্ডের নম্বর দিয়ে বাকি তথ্যের ঘরগুলি পূরণ করতে হবে। 
এরপর ভ্যালিডেট অপশনে ক্লিক করতে হবে।
আপনারা রেজিস্ট্রি করা মোবাইল নম্বরে একটি ছয় ডিজিটের ওটিপি যাবে। সেখানে যদি আপনার দেরি হয়ে থাকে তাহলে আপনাকে ১ হাজার টাকা ফাইন দিতে হবে।
সমস্ত কাজটি শেষ হলেই আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডটি লিঙ্ক হয়ে যাবে।

 


কীভাবে নিজের প্যান-আধার লিঙ্ক চেক করবেন
ই ফাইলিং পোর্টালের হোমপেজে যেতে হবে।
সেখানে গিয়ে কুইক লিঙ্কে আধার স্ট্যাটাস দেখে নিতে হবে।
নিজের প্যান নম্বর এবং আধার নম্বর দিয়ে অতি সহজেই দেখে নিতে পারবেন।


লিঙ্ক না করলে: ৩১ ডিসেম্বর ২০২৫ এর মধ্যে লিঙ্ক করা না হলে প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যেতে পারে।


নামের মিল: প্যান ও আধারে নাম, জন্মতারিখ ও লিঙ্গ ইত্যাদি তথ্য একই হতে হবে।


সময়সীমা: ১ অক্টোবর ২০২৪ এর আগে প্যান পাওয়া ব্যক্তিদের জন্য এটি বাধ্যতামূলক।