আজকাল ওয়েবডেস্ক : আজ একদিকে যেখানে শিওরে দুর্যোগের কড়া নাড়ছে ডানা ঠিক অন্যদিকে ফের বাজার ঘুরে দাড়ানোর পথে। বৃহস্পতিবার দিনের শুরুতেই ইন্ডিয়ার ইক্যুইটি বেঞ্চমার্ক, বিএসই সেনসেক্স এবং নিফটি ভাল শুরু করেছে। বিএসই সেনসেক্স ৮০-১৫০ রয়েছে। অন্যদিকে নিফটি রয়েছে ২৪ হাজারের উপরে। এই দুটি সকাল থেকে পয়েন্টের দিক থেকে উপরের দিকে রয়েছে।
বিদেশী মুদ্রার বিনিয়োগের দিক থেকে এখন তেমন কিছু আশার আলো না দেখা গেলেও দিনের বাকি সময়টা সেই হিসাব পালটে যেতেই পারে। বুধবার শেয়ার বাজারের মূল সূচকগুলিতে পতনের ধারা ছিল। বাজার বন্ধের সময় সেনসেক্স এবং নিফটি ছিল রেডজোনে। বুধবার বাজার বন্ধের সময় বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স প্রায় ০.১৭ শতাংশ কমে যায়।
অন্যদিকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি প্রায় ৩৬.৬০ পয়েন্ট নিচের দিকে ছিল। নিফটি মিডক্যাপ ১০০ এবং নিফটি স্মলক্যাপ ১০০-র বেশি ছিল। বুধবার সেক্টরগুলির মধ্যে অধিকাংশ সূচক চলে গিয়েছিল রেডজোনে। এর মধ্যে ছিল নিফটি ব্যাঙ্ক, নিফটি অটো, নিফটি ফার্মা, নিফটি মেটাল, নিফটি রিয়েলটি, নিফটি এনার্জি, নিফটি প্রাইভেট ব্যাঙ্ক, নিফটি ইনফ্রা, নিফটি কমোডিটিজ, নিফটি কনজাম্পশন, নিফটি পিএসই, নিফটি হেলথকেয়ার এবং নিফটি অয়েল অ্যান্ড গ্যাসের সূচক।
পাশাপাশি নিফটি আইটি, নিফটি পিএসইউ ব্যাঙ্ক, নিফটি ফিনান্সিয়াল সার্ভিসেস, নিফটি এফএমসিজি, নিফটি মিডিয়া, নিফটি সার্ভিস সেক্টর এবং নিফটি কনজিউমার ডিউরেবলসের সূচক বৃদ্ধি পেয়েছিল। তবে বৃহস্পতিবার দিনের শুরুতে যেভাবে খাতা খুলেছে বিভিন্ন সংস্থা। সেদিক থেকে দেখতে হলে দিনের শেষে ভাল কিছুই আশা করছেন গ্রাহকরা।
