আজকাল ওয়েবডেস্ক: মিউচুয়াল ফান্ডে টাকা বিনিয়োগ করেন অনেকেই। সেখান থেকে দাঁড়িয়ে সঠিক মিউচুয়াল ফান্ডে যদি বিনিয়োগ করতে পারেন তবেই আপনার টাকা সঠিক দিশা পাবে। সাতটি সেরা মিউচুয়াল ফান্ডের হদিশ দেওয়া হল যেখানে মাসে ২০ হাজার টাকা করে দিলে ৫ বছরে তা ৩০ দশমিক ১৮ লক্ষ টাকা হবে।


১. কোয়ান্টি ফ্লেক্সি ক্যাপ ফান্ড
এখানে ৫ বছরে এসআইপি দেবে ৩৭ দশমিক ৯৪ শতাংশ। এখানে যদি মাসে ২০ হাজার টাকা করে বিনিয়োগ করতে পারেন তবে ৫ বছরে তা হবে ১২ লক্ষ টাকা। আর আপনি ফেরত পাবেন ৩০ লক্ষ ১৭ হাজার ৯৫৫ টাকা।

২. জেএম ফ্লেক্সিক্যাপ ফান্ড
এখানে ৫ বছরে এসআইপি দেওয়া হবে ৩৪ দশমিক ৩০ শতাংশ। এখানে যদি মাসে ২০ হাজার টাকা বিনিয়োগ করতে পারেন তবে ৫ বছর শেষে আপনি পাবেন ২৭ লক্ষ ৭৯ হাজার ৯৭৮ টাকা।

৩. এইচডিএফসি ফেক্সি ক্যাপ ডাইরেক্ট প্ল্যান
এখানে ৫ বছরে এসআইপি দেওয়া হবে ৩০ দশমিক ১৮ শতাংশ। এখানে যদি মাসে ২০ হাজার টাকা করে বিনিয়োগ করেন তবে আপনার হাতে আসবে ২৫ লক্ষ ১৮ হাজার টাকা।

৪. ফ্র্যাঙ্কলিন ইন্ডিয়া ফ্লেক্সি ক্যাপ ফান্ড
এখানে ৫ বছরে এসআইপি দেওয়া হবে ২৮ দশমিক ১৯ শতাংশ। এখানে যদি ৫ বছরে ২০ হাজার টাকা করে বিনিয়োগ করেন তবে আপনার হাতে আসবে ২৪ লক্ষ ৩ হাজার টাকা।

৫. এডেলইউস ফ্লেক্সি ক্যাপ ফান্ড
এখানে ৫ বছরে এসআইপি দেওয়া হবে ২৭ দশমিক ৪৭ শতাংশ। এখানে যদি ৫ বছরে ২০ হাজার টাকা করে রাখা যায় তবে আপনার হাতে আসবে ২৩ লক্ষ ৬২ হাজার টাকা।

৬. পরাগ পারিখ ফ্লেক্সি ক্যাপ ফান্ড
এখানে ৫ বছরে এসআইপি দেওয়া হবে ২৬ দশমিক ৭০ শতাংশ। যদি ৫ বছরে মাসে ২০ হাজার করে বিনিয়োগ করেন তবে আপনি পাবেন ২৩ লক্ষ ২২ হাজার টাকা।

৭. এইচএসবিসি ফ্লেক্সি ক্যাপ ফান্ড
এখানে ৫ বছরে এসআইপি দেওয়া হবে ২৬ দশমিক ১৭ শতাংশ। ফলে মাসে ২০ হাজার করে রাখলে ৫ বছর পর আপনি পাবেন ২২ লক্ষ ৯০ হাজার টাকা।