আজকাল ওয়েবডেস্ক : ফিক্সড ডিপোজিট এমন একটি বিনিয়োগ যেখানে আপনার টাকা নিশ্চিন্তে বড় হতে পারে। একটু হিসাব করে বিনিয়োগ করতে পারলে খুব অল্প সময়ে আপনি পেতে পারেন ভাল রিটার্ন। এখানে ৬ টি ব্যাঙ্কের হিসাবে দেওয়া হল যারা ফিক্সড ডিপোজিট নিয়ে ভাল সুদ দিচ্ছে।

 

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 

এখানে ৫ বছরে সাধারণ নাগরিক পাবেন ৬. ৫% হারে সুদ। সিনিয়র সিটিজেন পাবেন ৭. ৫% হারে সুদ। 

 

ব্যাঙ্ক অফ বারোদা 

এখানে ৫ বছরে সাধারণ নাগরিক পাবেন ৬. ৫% হারে সুদ। সিনিয়র সিটিজেন পাবেন ৭. ১৫% হারে সুদ।

 

এইচডিএফসি ব্যাঙ্ক 

এখানে ৫ বছরে সাধারণ নাগরিক পাবেন ৭% হারে সুদ। সিনিয়র সিটিজেন পাবেন ৭. ৫% হারে সুদ।

 

আইসিআইসিআই ব্যাঙ্ক 

এখানে ৫ বছরে সাধারণ নাগরিক পাবেন ৭% হারে সুদ। সিনিয়র সিটিজেন পাবেন ৭. ৫% হারে সুদ।

 

কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক 

এখানে ৫ বছরে সাধারণ নাগরিক পাবেন ৬. ২% হারে সুদ। সিনিয়র সিটিজেন পাবেন ৬. ৭% হারে সুদ।

 

পিএনবি ব্যাঙ্ক 

এখানে ৫ বছরে সাধারণ নাগরিক পাবেন ৬. ৫% হারে সুদ। সিনিয়র সিটিজেন পাবেন ৭% হারে সুদ।

 

তাহলে এই ছটি ব্যাঙ্ক আপনার টাকায় ভাল সুদ দেবে। দেরি না করে তাড়াতাড়ি গিয়ে নিজের টাকা বাড়িয়ে তুলুন।