আজকাল ওয়েবডেস্ক: বর্তমান যুগের প্রযুক্তিগত ক্ষেত্রে ব্যাপক কর্মী ছাঁটাই স্বাভাবিক বিষয় হয়ে উঠেছে। বেশ কয়েকটি শীর্ষস্থানীয় প্রযুক্তি সংস্থা হাজার হাজার কর্মীকে ছাঁটাই করছে কর্মক্ষমতার কারণে নয় বরং সংস্থার পুনর্গঠনের অংশ হিসেবে এই ছাঁটাই। ছোট স্টার্টআপ থেকে শুরু করে বৃহৎ বিশ্বব্যাপী সংস্থাগুলি খরচ বাঁচাতে, নতুন প্রযুক্তি বাস্তবায়ন করতে অথবা দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তিগত পরিবেশের জন্য নিজেদের মানিয়ে নেওয়ার জন্য কর্মী ছাঁটাই করেই চলেছে।
বিশ্বের অন্যতম বৃহৎ চিপ প্রস্তুতকারী সংস্থা ইন্টেল এই বছর প্রায় ২৪ হাজার কর্মী ছাঁটাই করার পরিকল্পনা করছে। একটি সর্বভারতী সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ইন্টেল এই বছর যা কর্মী ছাঁটাই করবে, তা সংস্থার কর্মী সংখ্যার প্রায় এক-চতুর্থাংশ।
নতুন সিইও, লিপ-বু ট্যান, খরচ কমাতে এবং সংস্থার উন্নতির জন্য উল্লেখযোগ্য পরিবর্তন আনছেন। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে, ইন্টেল জার্মানি এবং পোল্যান্ডে সম্প্রসারণের পরিকল্পনাও বাতিল করেছে। ২০২৪ সালের শেষের দিকে এই সেমিকন্ডাক্টর দৈত্য ৯৯,৫০০ জন মূল কর্মী নিয়োগ করেছিল। কিন্তু এখন, ২০২৫ সালের শেষ নাগাদ এই সংখ্যা মাত্র ৭৫ হাজারে নামিয়ে আনার পরিকল্পনা করছে। বৃহস্পতিবার কোম্পানির কর্মীদের একটি বার্তায় সিইও লিপ-বু ট্যান এই কাটছাঁটগুলিকে ‘কঠিন কিন্তু প্রয়োজনীয় সিদ্ধান্ত’ বলে অভিহিত করেছেন।
আরও পড়ুন: মোদির সফরেই কি শিকে ছিঁড়বে, মলদ্বীপে ফের ঘুরতে যাবেন ভারতীয় পর্যটকরা?
২৪ জুলাই ২০২৫ –এর ওই মেমোতে ট্যান লিখেছেন, “আমি জানি গত কয়েক মাস সহজ ছিল না। আমরা প্রতিষ্ঠানকে সুসংগঠিত করতে, আরও দক্ষতা অর্জন করতে এবং সংস্থার প্রতিটি স্তরে কর্মদক্ষতা বাড়াতে কঠোর কিন্তু প্রয়োজনীয় সিদ্ধান্ত নিচ্ছি।” চাকরি ছাঁটাইয়ের মধ্যে দ্বিতীয় ত্রৈমাসিকে ইতিমধ্যেই ছাঁটাই অন্তর্ভুক্ত রয়েছে, যেখানে ইন্টেল তার প্রায় অর্ধেক স্তর সরিয়ে ফেলেছে এবং মোট ব্যয় ১.৯ বিলিয়ন ডলারের পুনর্গঠন করার পরিকল্পনা রয়েছে।

কর্মীদের উদ্দেশ্যে লেখার সময়, ট্যান বলেছিলেন, "আর কোনও ফাঁকা চেক নেই। প্রতিটি বিনিয়োগকে অর্থনৈতিকভাবে যুক্তিসঙ্গত হতে হবে।" কোম্পানিটি ২.৯ বিলিয়ন মার্কিন ডলারের নিট ক্ষতির কথা জানিয়েছে, যার মধ্যে সাম্প্রতিক ছাঁটাইয়ের সঙ্গে সম্পর্কিত পুনর্গঠন-সম্পর্কিত খরচও অন্তর্ভুক্ত রয়েছে। ত্রৈমাসিকের জন্য রাজস্ব ছিল ১২.৯ বিলিয়ন মার্কিন ডলারের, যা বাজারের প্রত্যাশার চেয়েও বেশি। এটি ৩৫ বছরের মধ্যে দীর্ঘতম সময় ধরে টানা ছয়টি ত্রৈমাসিক সংস্থাটি লাভের মুখ দেখতে পায়নি। ওয়াল স্ট্রিটের প্রত্যাশার চেয়েও বেশি অর্থ উপার্জন করার পরেও এই ক্ষতি। দ্রুত গতি এগিয়ে চলা এআই ব্যবসায়, বিশেষ করে এনভিডিয়া এবং এএমডি-র মতো প্রতিযোগীদের চেয়ে ইন্টেল আরও পিছিয়ে রয়েছে।
কিছুদিন আগে অ্যামাজনও কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছে। অ্যামাজনের ক্লাউড ইউনিট অ্যামাজন ওয়েব সার্ভিসেস (AWS) বহু কর্মীকে ছাঁটাই করা হয়েছে। এর আগে প্রায় ৬৭০০ কর্মী ছাঁটাই করেছিল মাইক্রোসফট। এর পর আট হাজার কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছে আইবিএম। সবচেয়ে বেশি কর্মী ছেঁটে ফেলা হয়েছে হিউম্যান রিসোর্স বা মানবসম্পদ (HR) বিভাগ থেকে। কর্মী সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছে খোদ রাষ্ট্রসঙ্ঘও সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ৬৯০০ জন কর্মীকে বসিয়ে দেওয়া হতে পারে।
