আজকাল ওয়েবডেস্ক: ভারতের আধার ব্যবস্থাপনায় আসছে বড় পরিবর্তন। আধার কার্ডধারীদের আর সশরীরে আধার সেবা কেন্দ্রে গিয়ে ব্যক্তিগত তথ্য সংশোধন করতে হবে না। এবার সেই সুবিধা মিলবে হাতের মুঠোয়, একটি নতুন ই-আধার মোবাইল অ্যাপ্লিকেশন–এর মাধ্যমে।
ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া জানিয়েছে, আধারের জন্য বিশেষ এই মোবাইল অ্যাপ্লিকেশন তৈরির কাজ চলছে। আশা করা হচ্ছে, ২০২৫ সালের শেষেই এটি জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত হবে। অ্যাপটির মাধ্যমে আধার কার্ডধারীরা ঘরে বসেই তাঁদের নাম, ঠিকানা, জন্মতারিখসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য আপডেট করতে পারবেন। এই অ্যাপ ভারতীয় নাগরিকদের আধার সেবা কেন্দ্রে যাওয়ার ঝক্কি অনেকটাই কমিয়ে দেবে।
অ্যাপটিকে আরও সুরক্ষিত ও সহজ করতে এতে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ফেস আইডি প্রযুক্তি সংযোজন করা হচ্ছে। ফলে ব্যবহারকারীরা আরও নির্ভরযোগ্যভাবে তাঁদের তথ্য পরিবর্তন করতে পারবেন।
আরও পড়ুন: পুজোর আগেই সুখের খবর, এই তিনটি ব্যাঙ্কে সিনিয়র সিটিজেনরা পাবেন বাম্পার সুদ
UIDAI জানিয়েছে, আগামী নভেম্বর ২০২৫ থেকে শুধুমাত্র বায়োমেট্রিক যাচাইয়ের জন্যই আধার সেবা কেন্দ্রে যেতে হবে। অর্থাৎ আঙুলের ছাপ ও চোখের মণির স্ক্যান দেওয়ার প্রয়োজন হলে তবেই কেন্দ্রের দ্বারস্থ হতে হবে। অন্য সব পরিবর্তন হবে সরাসরি মোবাইল অ্যাপে।
এই পদক্ষেপের ফলে আধার তথ্য আপডেটের পুরো প্রক্রিয়ায় লাগবে না প্রচুর কাগজপত্র। একইসঙ্গে পরিচয় জালিয়াতির ঝুঁকিও কমবে। UIDAI-এর দাবি, এতে তথ্য সংশোধনের গতি যেমন বাড়বে, তেমনই ব্যবহারকারীর সুবিধাও বহুগুণে বৃদ্ধি পাবে।
অ্যাপের বিশেষ বৈশিষ্ট্য হল এটি সরাসরি সরকারি যাচাইকৃত ডেটা সোর্স থেকে প্রয়োজনীয় নথি সংগ্রহ করতে পারবে। অর্থাৎ আলাদা করে নথি আপলোডের ঝামেলা কমে যাবে। এই নথির মধ্যে থাকবে- জন্ম সনদ, প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম-এর রেশন কার্ড, মনরেগা প্রকল্পের রেকর্ড।
এর আগে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক চালু করেছিল Aadhaar Good Governance Portal। ওই পোর্টালের মূল লক্ষ্য ছিল আধার অথেনটিকেশন বা প্রমাণীকরণের জন্য আবেদন প্রক্রিয়া সহজ করা। এবার মোবাইল অ্যাপ যুক্ত হলে আধার পরিষেবার গতি ও পরিসর দুটোই বাড়বে।
সরকারি সূত্রে জানা গেছে, নতুন এই পদক্ষেপের ফলে আধার ব্যবস্থায় আরও স্বচ্ছতা, সহজপ্রাপ্যতা এবং অন্তর্ভুক্তিমূলক উন্নতি ঘটবে। বিশেষত গ্রামের মানুষ, বয়স্ক নাগরিক এবং শারীরিক প্রতিবন্ধকতাসম্পন্ন ব্যক্তিদের জন্য এটি হবে এক বড় স্বস্তি। সব মিলিয়ে, বছরের শেষে চালু হতে যাওয়া ই-আধার মোবাইল অ্যাপ্লিকেশন আধার পরিষেবায় এক যুগান্তকারী পরিবর্তন আনতে চলেছে।
