আজকাল ওয়েবডেস্ক:  দীর্ঘমেয়াদি নির্ভরযোগ্য বিনিয়োগের ক্ষেত্রে সাধারণত ছোট সঞ্চয় স্কিমগুলোই সবচেয়ে জনপ্রিয়। ঝুঁকিমুক্ত ও স্থিতিশীল রিটার্নের কারণে রক্ষণশীল বিনিয়োগকারীদের কাছে এগুলো দীর্ঘদিন ধরেই আস্থার প্রতীক। তবে বিনিয়োগের আগে জানা জরুরি কোন স্কিম কত হারে সুদ দিচ্ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে সুকন্যা সমৃদ্ধি যোজনা সব ছোট সঞ্চয় স্কিমের মধ্যে সর্বোচ্চ ৮.২% সুদ দিচ্ছে।


কেন্দ্র সরকার সম্প্রতি ঘোষণা করেছে যে, পাবলিক প্রভিডেন্ট ফান্ড, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট এবং সুকন্যা সমৃদ্ধি যোজনা–র সুদের হার চলতি অর্থবর্ষের ২০২৫-২৬ সালের তৃতীয় ত্রৈমাসিক (অক্টোবর–ডিসেম্বর) সময়ে অপরিবর্তিত থাকবে। অর্থ মন্ত্রক এই বিজ্ঞপ্তি জারি করেছে ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে।


PPF অ্যাকাউন্টে সুদের হার: ৭.১%
NSC স্কিমে সুদের হার: ৭.৭%
সুকন্যা সমৃদ্ধি যোজনা: ৮.২%


সুকন্যা সমৃদ্ধি যোজনার অন্যতম আকর্ষণীয় দিক হল এটি ট্যাক্স Exempt-Exempt-Exempt (EEE) ক্যাটেগরির আওতায় পড়ে। অর্থাৎ—
বিনিয়োগের টাকা (সেকশন 80C অনুযায়ী) আয়কর ছাড়যোগ্য।
অ্যাকাউন্টে জমা টাকার উপর অর্জিত সুদ ট্যাক্সমুক্ত।
মেয়াদপূর্তির সময় উত্তোলিত অর্থও সম্পূর্ণ করমুক্ত।
এই কর সুবিধার কারণে বিনিয়োগকারীদের কাছে এটি আরও লাভজনক হয়ে ওঠে।

আরও পড়ুন:  প্রায় এক শতাব্দীর যাত্রা, ভারতীয় গর্বের প্রতীক এই ক্রিম


কারা বিনিয়োগ করতে পারবেন?
১০ বছরের কম বয়সী মেয়েশিশুর পিতা-মাতা বা আইনগত অভিভাবক তার নামে এই অ্যাকাউন্ট খুলতে পারবেন।
সুকন্যা সমৃদ্ধি যোজনার অন্যান্য বৈশিষ্ট্য
সর্বনিম্ন বার্ষিক জমা: ২৫০
সর্বাধিক বার্ষিক জমা: ১.৫ লাখ
অ্যাকাউন্ট খোলা যাবে ডাকঘর এবং অনুমোদিত সরকারি ও বেসরকারি ব্যাঙ্কে।
উচ্চশিক্ষার খরচের জন্য নির্দিষ্ট সময়ে আংশিক উত্তোলন করা যাবে।
প্রিম্যাচিউর ক্লোজার অনুমোদিত, যদি মেয়েটি ১৮ বছর পূর্ণ করার পর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।
অ্যাকাউন্ট সারা দেশে ডাকঘর ও ব্যাঙ্কের মধ্যে স্থানান্তরযোগ্য।
অ্যাকাউন্ট খোলার তারিখ থেকে ২১ বছরে মেয়াদপূর্তি।

 


ছোট সঞ্চয় স্কিমগুলি সব সময়ই স্থিতিশীল আয় খুঁজছেন এমন বিনিয়োগকারীদের জন্য বড় ভরসা। তবে সাম্প্রতিক হারের ভিত্তিতে দেখা যাচ্ছে, সুকন্যা সমৃদ্ধি যোজনা শুধু ট্যাক্স সেভিং নয়, বরং সর্বোচ্চ সুদের হার দেওয়ায় বর্তমান সময়ে সবচেয়ে আকর্ষণীয় স্কিম হয়ে উঠেছে। মেয়েশিশুর ভবিষ্যৎ সুরক্ষা, শিক্ষা ও বিবাহ খরচ মেটাতে এই যোজনা অনেক পরিবারকেই আর্থিক নিরাপত্তা দিচ্ছে। অন্যদিকে, PPF এবং NSC-ও স্থিতিশীল রিটার্ন খুঁজছেন এমন বিনিয়োগকারীদের জন্য নির্ভরযোগ্য বিকল্প হিসেবে রয়েছে। অতএব, দীর্ঘমেয়াদি পরিকল্পনায় সঠিক স্কিম বেছে নেওয়া আপনার বিনিয়োগকে শুধু নিরাপদই করবে না, ভবিষ্যতের স্বপ্ন পূরণেও বড় ভূমিকা রাখবে।