আজকাল ওয়েবডেস্ক: দ্রুত লাভ করতে চান। তাহলে এই চারটি স্টকে দ্রুত অর্থ বিনিয়োগ করুন। মাত্র ২১ থেকে ২৮ দিনের মধ্যেই ৭-১৬ শতাংশ হারে মিলবে রিটার্ন। যে চারটি স্টকে বিনিয়োগ করতে হবে সেগুলি দেওয়া হল।

 

১. বাজাজ অটো লিমিটেড

এটি কেনার রেঞ্জ ৯৮৬০ টাকা থেকে শুরু করে ৯৬৬৪ টাকার মধ্যে ঘুরছে। স্টপ লস রয়েছে ৯৩৬৮ টাকা। এখানে আপসাইড রয়েছে ৮-১১ শতাংশ।

 

২. মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া লিমিটেড

এটি কেনার রেঞ্জ ৪৫৫০ থেকে শুরু করে ৪৪৬০ টাকার মধ্যে ঘুরছে। স্টপ লস রয়েছে ৪৩০০ টাকা। আপসাইড রয়েছে ৯-১৩ শতাংশ।

 

৩. টিসিএস

এটি কেনার রেঞ্জ ৪৩৮৫ থেকে শুরু করে ৪২৯৯ টাকা। স্টপ লেস রয়েছে ৪১৮৫ টাকা। আপসাইড রয়েছে ৭-৯ শতাংশ।

 

৪. বারবিকিউ নেশন হসপিটালিটি লিমিটেড

এটি কেনার রেঞ্জ ৬২০ টাকা থেকে শুরু করে ৬০৭ টাকা পর্যন্ত। স্টপ লেস রয়েছে ৫৭৫ টাকা। আপসাইড রয়েছে ১২-১৬ শতাংশ।

 

তাহলে দেরী না করে দ্রুত এই স্টকগুলিতে বিনিয়োগ করুন এবং অল্প সময়ের মধ্যে বেশি টাকার মুনাফা করুন।