আজকাল ওয়েবডেস্ক : এসআইপি বিনিয়োগ এখন অনেকে করে থাকেন। মাসে ৭ হাজার থেকে শুরু করে ১ লক্ষ টাকা রাখুন। তাহলে বাজিমত। এই টাকা আপনাকে রাখতে হবে টানা এক বছর। এএমএফআই যদি আপনি বিনিয়োগ করেন তাহলে ৭২. ২৮ % হারে আপনি টাকা ফেরত পাবেন। এক বছর পরে ১ লক্ষ ১২ হাজার ৭৪২ টাকা আপনি পাবেন।

 

আসলে এসআইপি বিনিয়োগ এখন সকলের মধ্যে রয়েছে। নিজের টাকা এক জায়গায় রেখে আপনি যে লাভের মুখ দেখবেন তা নয়। একমাত্র এসআইপি আপনার টাকা বাড়িয়ে তুলতে পারে। 

 

তবে একটা বিষয় সর্বদা নজরে রাখবেন যেন আপনার টাকা সঠিক প্রতিষ্ঠানে যায়। তবে আপনি নিজের ইচ্ছা অনুসারে ফল পাবেন। তাহলে সাবধানে পা ফেলে নিজের টাকা বাড়ান।