আজকাল ওয়েবডেস্ক: আরবিআই রেপো রেট নিয়ে নিজের সিদ্ধান্তের সরাসরি প্রভাব পড়ল শেয়ার বাজারে। শুক্রবার সেনসেক্স এবং নিফটি এই দুটি ক্ষেত্রেই বিরাট প্রভাব পড়ল। সেখানে খানিকটা হলেও স্বস্তি পেলেন বিনিয়োগকারীরা।
শুক্রবার সেনসেক্স ৭৪৬.৯৫ পয়েন্ট বেশি হয়েই শেষ করে। ফলে সেখানে মোট পয়েন্ট হল ৮২,১৮৮,৯৯ পয়েন্টে। অন্যদিকে নিফটি ফিফটি ২৫২.১৫ পয়েন্ট বেশি হয়েই শেষ হল। সেখানে শেষ হল ২৫,০০৩,০৫ পয়েন্টে।
শুক্রবার দিনের শুরু থেকেই মার্কেট খানিকটা ওপরের দিকেই শুরু করে। ফলে দিনের শুরু থেকেই খানিকটা হলেও স্বস্তি ফেরে বিনিয়োগকারীদের মনে। শেয়ার বিশেষজ্ঞরা মনে করেন, বাজারে যে খানিকটা তেজি ভাব দেখা গিয়েছে সেটা আগামী সপ্তাহেও বজায় থাকবে।
বাজাজ ফিনান্স ছিল এদিনের স্টার পারফর্মার। সে ৪.৯৩ পয়েন্ট লাভ করে। এরপরই ছিল অ্যাক্সিস ব্যাঙ্ক। তারা ৩.১৫ শতাংশ বেশি থেকেই দিন শেষ করে। মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেডও তাদের সঙ্গে সমানতালে পা মেলায়। তারা পায় ২.৬৪ শতাংশ। ইন্ডাসল্যান্ড ব্যাঙ্ক খানিকটা ভাল অবস্থায় শেষ করে। তারা পায় ২.৫০ শতাংশ। বাজাজ ফিনসার্ভও ছিল সেরা পাঁচের মধ্যে। তারা পায় ২.৩৬ শতাংশ।
অন্যদিকে কয়েক শেয়ার দিনের শেষে ভাল করতে পারেনি। এই তালিকায় ছিল ভারতীয় এয়ারটেল। তারা ০.৩৯ শতাংশ নিচের দিকে চলে যায়। সান ফারমাসিউটিক্যাল পায় খুবই সামান্য। তাদের হাতে জোটে ০.২০ শতাংশ।
নিফটি মিডক্যাপ এদিন ১০০ শতাংশ ওপরের দিকে ওঠে। তাদের হারে জোটে ১.২১ শতাংশ। নিফটি স্মলক্যাপ পায় ০.৮১ শতাংশ। নিফটি রিয়েলিটি এদিন ছিল সেরা পারফর্মার। তারা পায় ৪.৬৮ শতাংশ। এরপরই ছিল নিফটি ফিনান্সিয়াল সার্ভিস। তারা পায় ২.০৯ শতাংশ। নিফটি প্রাইভেট ব্যাঙ্ক পায় ১.৭৯ শতাংশ।
এদিন আরও যেসব প্রতিষ্ঠান খানিকটা লাভের মুখ দেখেছে তাদের মধ্যে রয়েছে নিফটি অটো রাইজিং। তারা পায় ১.৫২ শতাংশ। নিফটি মেটাল পায় ১.৫০ শতাংশ। নিফটি কনজিউমার পায় ১.৩২ শতাংশ। নিফটি অয়েল অ্যান্ড গ্যাস পায় ০.৫৭ শতাংশ। নিফটি পিএসইউ ব্যাঙ্ক পায় ০.৫৮ শতাংশ। নিফটি হেলথকেয়ার পায় ০.৫২ শতাংশ। নিফটি আইটি পায় ০.৫০ শতাংশ। নিফটি এফএমসিজি পায় ০.৩১ শতাংশ। নিফটি ফার্মা পায় ০.১৯ শতাংশ।
