আজকাল ওয়েবডেস্ক: অবসর গ্রহণের পরও যদি সঞ্চয় নিয়ে ভাবনা চিন্তা করছেন প্রবীণ নাগরিকরা, তাহলে তাঁদের জন্য সঠিক সময় এটাই। অক্টোবরের ইন্টারেস্ট হার দেখে, তেমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। 

তার কারণ কী? কারণ হিসেবে জানা যাচ্ছে, বড় সুযোগ রয়েছে বর্ষীয়ানদের জন্য। কী সেই সুযোগ? এসবিআই, পাঞ্জাব ন্যাশন্যাল ব্যাঙ্ক, এইচডিএফসি প্রবীন নাগরিকদের জন্য অতিরিক্ত ০.৫০ শতাংশ বা তার বেশি হারে উপযুক্ত ফিক্সড ডিপোজিট সুদের দেওয়ার সুযোগ রাখছে। 


 

প্রবীন নাগরিকদের জন্য এইউ স্মল ফিনান্স ব্যাঙ্ক ১৮ মাসের জন্য ৮.৫০ শতাংশ হারে সুযোগ দিচ্ছে।


নর্থ ইস্ট স্মল ফিনান্স ব্যাঙ্ক ৫৪৬ থেকে ১১১১ দিনের জন্য ৯.৫০ শতাংশ।  
এক্সিস ব্যাঙ্ক- ১৫ মাসের জন্য ৭.৭৫ শতাংশ।
এইচডিএফসি ব্যাঙ্ক- ৫৫ মাসের জন্য ৭.৯০ শতাংশ।
এসবিআই- ৪৪৪ দিনের জন্য ৭.৭৫ শতাংশ।


স্থায়ী আমানত স্থিতিশীলতা এবং অনুমানযোগ্য রিটার্ন-এর কথা জানা গেলে, অবসর গ্রহনের ঠিক আগে বা পড়ে, সঞ্চয় নিয়ে তাঁরা সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন।