আজকাল ওয়েবডেস্ক: এসবিআই মানেই হল দেশের মানুষের কাছে বিরাট ভরসার জায়গা। এখানে বিনিয়োগ করলে সেখান থেকে ভাল রিটার্ন আসতে বাধ্য। জেনারেল সিটিজেন থেকে শুরু করে সিনিয়র সিটিজেন সকলেই বিশেষ সুবিধা পাবেন।


এসবিআই অমৃত বৃষ্টি স্কিম হল এমন একটি জায়গা যেথানে ৭.৭৫ শতাংশ হারে সুদ দেওয়া হয়। এই সুদের হার রয়েছে সিনিয়র সিটিজেনদের জন্য। এখানে সময়সীমা রয়েছে ৪৪৪ দিন। চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত সময় রয়েছে। তার মধ্যেই এখানে বিনিয়োগ করতে পারেন।


যদি এখানে সিনিয়র সিটিজেনরা ১ বছরের জন্য ফিক্সড ডিপোজিট করেন তাহলে সুদের হার পাবেন ৭.৩০ শতাংশ করে। যদি সিনিয়র সিটিজেনরা ৩ বছরের জন্য ফিক্সড ডিপোজিট করেন তাহলে সুদ পাবেন ৭.২৫ শতাংশ করে। যদি সিনিয়র সিটিজেনরা এখানে ৫ বছরের জন্য বিনিয়োগ করেন তাহলে সুদের হার পাবেন ৭.৫০ শতাংশ করে। যদি সিনিয়র সিটিজেনরা ১০ বছরের জন্য ফিক্সড ডিপোজিট করেন তাহলে সুদ পাবেন ৭.৫০ শতাংশ করে।

 


সমস্ত সিনিয়র সিটিজেনদের স্কিমের উপর ব্যাঙ্ক অতিরিক্ত ০.১০ শতাংশ হারে বিশেষ সুদ দেবে। যদি সিনিয়র সিটিজেনরা ৫ লক্ষ টাকা অমৃত বৃষ্টি স্কিমে বিনিয়োগ করেন তাহলে তারা হাতে পাবেন ৫ লক্ষ ৪৯ হাজার ৬৪৮ টাকা। যদি ১০ লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে হাতে পাবেন ১০ লক্ষ ৯৯ হাজার ২৯৫ টাকা। যদি ১৫ লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে হাতে পাবেন ১৬ লক্ষ ৪৮ হাজার ৯৪৩ টাকা। 

 


যদি এই স্কিমে ১ বছরের জন্য ৫, ১০ এবং ১৫ লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে সুদ পাবেন ৩৭ হাজার ৫১১ টাকা। ৭৫ হাজার ২৩ টাকা এবং ১ লক্ষ ১২ হাজার ৫৩৪ টাকা। যদি ৩ বছরের জন্য বিনিয়োগ করেন তাহলে পাবেন ৬ লক্ষ ২০ হাজার ২৭৩ টাকা, ১২ লক্ষ ৪০ হাজার ৫৪৭ টাকা এবং ১৮ লক্ষ ৬০ হাজার ৮২০ টাকা। 

 


যদি ৫ বছরের জন্য বিনিয়োগ করেন তাহলে আপনি ৫ লক্ষ টাকা থেকে পাবেন ৭ লক্ষ ২৪ হাজার ৯৭৪ টাকা। ১০ লক্ষ টাকা থেকে পাবেন ১৪ লক্ষ ৪৯ হাজার ৯৪৮ টাকা। ১৫ লক্ষ টাকা থেকে পাবেন ২১ লক্ষ ৭৪ হাজার ৯২২ টাকা।  তবে সমস্ত তথ্য জেনে তবেই বিনিয়োগ করবেন। যদি আপনি কোনও ক্ষতির সামনে পড়ে যান তাহলে তার দায় আজকাল ডিজিটাল নেবে না।