আজকাল ওয়েবডেস্ক:  ফিক্সড ডিপোজিট এমন একটি প্রকল্প যেখানে সহজে বিনিয়োগ করলেই একটি নির্দিষ্ট সময় পর সেখান থেকে নিশ্চিত রিটার্ন আসবে। দেশের অন্যতম প্রধান ব্যাঙ্কের তালিকায় রয়েছে এসবিআই। সাধারণ মানুষ তাদের টাকা নিশ্চিন্তে এখানে বিনিয়োগ করে থাকেন। এসবিআই প্রতিটি সময়েই তাদের ফিক্সড ডিপোজিটের সুদের হার পরিবর্তন করে। সেগুলি যদি না জানা থাকে তাহলে সেইমতো বিনিয়োগ করতে পারবেন না। 

 


এসবিআইয়ের অমৃত বৃষ্টি স্কিম রয়েছে। এর সময়সীমা রয়েছে ৪৪৪ দিন। সুদের হার রয়েছে ৭.২৫ শতাংশ। সাধারণ নাগরিকদের জন্য এই সুদের হার দেবে এসবিআই। যদি এক বছরের জন্য ফিক্সড ডিপোজিট করেন তাহলে আপনি সুদের হার পাবেন ৬.৮০ শতাংশ। যদি তিন বছরের জন্য বিনিয়োগ করেন তাহলে সুদের হার পাবেন ৬.৭৫ শতাংশ। যদি ৫ বছরের জন্য বিনিয়োগ করেন তাহলে সুদের হার পাবেন ৬.৫০ শতাংশ। 

 


যদি সিনিয়র সিটিজেন হয়ে থাকেন তাহলে ৪৪৪ দিনের জন্য সুদের হার পাবেন ৭.৭৫ শতাংশ। যদি সিনিয়র সিটিজেনরা এক বছরের জন্য বিনিয়োগ করেন তাহলে সুদের হার পাবেন ৭.৩০ শতাংশ। যদি সিনিয়র সিটিজেনরা ৩ বছরের জন্য বিনিয়োগ করেন তাহলে সুদের হার পাবেন ৭.২৫ শতাংশ। যদি ৫ বছরের জন্য বিনিয়োগ করেন তাহলে সিনিয়র সিটিজেনরা পাবেন ৭.৫০ শতাংশ। 

 


এসবিআই হল দেশের এমন একটি ব্যাঙ্ক যেখানে গোটা দেশের ভরসা রয়েছে। তারা এমন হারে সুদ নির্ধারণ করে যে সেখানে যারা বিনিয়োগ করেন তারা সঠিকভাবেই নিজেদের লাভের টাকা ঘরে তুলতে পারেন। তাই এসবিআইয়ের প্রতিটি ফিক্সড ডিপোজিট স্কিমে নজর থাকে সকলেরই।