আজকাল ওয়েবডেস্ক: বর্তমানে ক্রেডিট কার্ড জীবনের একটি অপরিহার্য অংশ হয়ে উঠেছে। এর সাহায্যে কেনাকাটা, টিকিট বুকিং, হোটেল বুকিং এমনকি খাবারের অর্ডারও সহজেই করা যায়। দেশে ক্রেডিট কার্ডের উপর নির্ভরতা দিন দিন বাড়ছে। এখন ক্রেডিট কার্ডগুলি ডিজিটাল আকারেও এসেছে। ইতিমধ্যেই, SBI কার্ড এবং PhonePe গ্রাহকদের দৈনন্দিন খরচের উপর পুরস্কৃত করার জন্য একটি কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড চালু করেছে।
PhonePe SBI কার্ড দু'টি রূপে পাওয়া যায়। একটি হল Select Black এবং অন্যটি Purple। এই কার্ডগুলির সাহায্যে, যখন আপনি PhonePe অ্যাপের মাধ্যমে কেনাকাটা, বিল পেমেন্ট, ভ্রমণ বুকিং, বিমা প্রিমিয়াম বা মুদিখানার মতো জিনিসে ব্যয় করবেন, তখন আপনি রিওয়ার্ড পয়েন্ট পাবেন।
SELECT BLACK কার্ড কেনার সময়, আপনি ১৫০০ টাকার PhonePe ই-ভাউচার পাবেন এবং Purple কার্ডে, আপনি ৫০০ টাকার ভাউচার পাবেন। SELECT BLACK কার্ড ব্যবহার করে PhonePe অ্যাপে খরচ করলে, গ্রাহকরা রিওয়ার্ড পয়েন্ট আকারে ১০ শতাংশ পর্যন্ত মূল্য ফেরত পাবেন। অন্যান্য অনলাইন কেনাকাটায়, আপনি পাঁচ শতাংশ পর্যন্ত রিওয়ার্ড পয়েন্ট পাবেন।
RuPay এবং VISA উভয় নেটওয়ার্কেই চলবে
নতুন কার্ডগুলি RuPay এবং VISA নেটওয়ার্কেই চলবে। RuPay কার্ডগুলি UPI-এর সঙ্গে লিঙ্ক করা যেতে পারে, যার ফলে গ্রাহকরা লক্ষ লক্ষ UPI ব্যবসায়ীদের কাছে সরাসরি অর্থপ্রদান করতে পারবেন। নিরাপদ অনলাইন ব্যবহারের জন্য VISA কার্ডগুলিকে টোকেনাইজ করা যেতে পারে।
এই সুবিধাগুলি পাওয়া যাবে
মুদিখানার জিনিসপত্র, বিল, ভ্রমণ বুকিং, বিমা প্রিমিয়াম এবং অন্যান্য স্থানে এই কার্ড ব্যবহার করলেও পুরষ্কার পাওয়া যাবে। SELECT BLACK কার্ড দিয়ে বার্ষিক পাঁচ লক্ষ টাকা খরচ করলে, আপনি ৫,০০০ টাকার একটি ভ্রমণ ভাউচার পাবেন। অন্যদিকে, আপনি যদি PurPLE কার্ডে বার্ষিক ৩ লক্ষ টাকা খরচ করেন, তাহলে আপনি ৩,০০০ টাকার একটি ভ্রমণ ভাউচার পাবেন। এর বাইরেও, অনেক সুবিধা পাওয়া যাবে, যার মধ্যে রয়েছে বিমানবন্দর লাউঞ্জ সুবিধা, SELECT BLACK ব্যবহারকারীদের জন্য অগ্রাধিকার পাস সদস্যপদ এবং পেট্রোল ভর্তির উপর এক শতাংশ জ্বালানি সারচার্জ ছাড়। বর্তমানে, যারা প্রতিদিন ডিজিটাল পেমেন্ট করেন তাঁদের জন্য এই কার্ডগুলি আরও ভাল বলে মনে করা হচ্ছে। এর সহ্গে সঙ্গে, তাঁরা পুরষ্কারও অর্জন পাবেন।
আরও পড়ুন- ক্রেডিট স্কোর ছাড়াই পেতে পারেন পার্সোনাল লোন, কোন কোন ক্ষেত্রে রয়েছে এই সুবিধা
