আজকাল ওয়েবডেস্ক: যদি ফিক্সড ডিপোজিটে নিজের টাকা সঠিকভাবে বিনিয়োগ করে সেখান থেকে ভাল রিটার্ন পেতে চান তাহলে সেখানে আপনার কাছে সেরা অপশন হতে পারে এসবিআই। দেশের এই ব্যাঙ্কটি অনেক সময় ধরে নানা ধরণের স্কিম নিয়ে আসে। সেখানে বিনিয়োগ করলেই আপনি সেখান থেকে ভাল রিটার্ন পেতে পারেন।
এসবিআই অমৃত বৃষ্টি স্কিমের সময় রয়েছে ৪৪৪ দিন। এখানে সুদের হার রয়েছে ৬.৬০ শতাংশ। তবে সিনিয়র সিটিজেনরা পাবেন ৭.১০ শতাংশ। যদি এখানে ৫ লাখ টাকা বিনিয়োগ করেন তাহলে সেখানে আপনি মেয়াদ শেষে পেতে পারেন ৪২ হাজার ৯৯৪ টাকা সুদ।
এসবিআই গ্রিন ডিপোজিট স্কিমে সুদের হার রয়েছে ৫.৯৫ শতাংশ। অন্যদিকে সিনিয়র সিটিজেনরা পেতে পারেন ৬.৪৫ শতাংশ। এখানে সিনিয়র সিটিজেনরা থেকে শুরু করে জেনারেল সিটিজেনরা ভাল সুদের হার পেতে পারেন।

এসবিআই প্যাটরনস ডিপোজিট স্কিম রয়েছে সুপার সিনিয়র সিটিজেনদের জন্য। যাদের বয়স ৮০ বছরের বেশি তারা এখান থেকে সুদ পেতে পারেন ৭.১৫ শতাংশ। এখানে তারা ১ হাজার টাকা থেকে বিনিয়োগ করতে পারেন। যত বেশি টাকা বিনিয়োগ করবেন ততই লাভ পাবেন।
এসবিআই অমৃত বৃষ্টি স্কিমে সুদের হার সকলকে অবাক করে দেয়। এখানে জেনারেল সিটিজেনরা সুদ পেতেন ৭.২৫ শতাংশ। তবে সেখান থেকে এখন সুদ পাবেন ৭.০৫ শতাংশ। সিনিয়র সিটিজেনরা আগে পেতেন ৭.৭৫ শতাংশ। সেখানে পাবেন ৭.৫৫ শতাংশ। সুপার সিনিয়র সিটিজেনরা পাবেন ৭.৬৫ শতাংশ।

এসবিআই অমৃত বৃষ্টিতে যদি জেনারেল সিটিজেনরা ৪ লাখ ৯৯ হাজার ৯৯৯ টাকা বিনিয়োগ করেন তাহলে তারা পাবেন ৫ লাখ ৪৪ হাজার ৩৬৩ টাকা। সিনিয়র সিটিজেনরা পাবেন ৫ লাখ ৪৭ হাজার ৬২৫ টাকা। সুপার সিনিয়র সিটিজেনরা পাবেন ৫ লাখ ৪৮ হাজার ২৭৯ টাকা।
এসবিআই অমৃত বৃষ্টিতে যদি জেনারেল সিটিজেনরা ৭ লাখ ৪৯ হাজার ৯৯৯ টাকা বিনিয়োগ করেন তাহলে তারা পাবেন ৮ লাখ ১৬ হাজার ৫৪৬ টাকা। সিনিয়র সিটিজেনরা পাবেন ৮ লাখ ২১ হাজার ৪৩৮ টাকা। সুপার সিনিয়র সিটিজেনরা পাবেন ৮ লাখ ২২ হাজার ৪১৯ টাকা।
এসবিআই অমৃত বৃষ্টিতে যদি জেনারেল সিটিজেনরা ৮ লাখ ১৯ হাজার ৯৯৯ টাকা বিনিয়োগ করেন তাহলে তারা পাবেন ৮ লাখ ৯২ হাজার ৭৫৭ টাকা। সিনিয়র সিটিজেনরা পাবেন ৮ লাখ ৯৮ হাজার ১০৬ টাকা। সুপার সিনিয়র সিটিজেন পাবেন ৮ লাখ ৯৯ হাজার ১৭৮ টাকা।

এসবিআই অমৃত বৃষ্টিতে যদি জেনারেল সিটিজেনরা ৯ লাখ ৯ হাজার ৯৯৯ টাকা বিনিয়োগ করেন তাহলে তারা পাবেন ৯ লাখ ৯০ হাজার ৭৪৩ টাকা। সিনিয়র সিটিজেনরা পাবেন ৯ লাখ ৯৬ হাজার ৬৭৮ টাকা। সুপার সিনিয়র সিটিজেনরা পাবেন ৯ লাখ ৯৭ হাজার ৮৬৯ টাকা।
আরও পড়ুন: যদি একবারই মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন তাহলে সেখান থেকেই আপনি হবেন কোটিপতি, কীভাবে
অন্যদিকে, ইন্ডিয়ান ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটে জেনারেল সিটিজেনরা পাবেন ৭.৩০ শতাংশ। এই অফার রয়েছে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত। এখানে সিনিয়র সিটিজেনরা পাবেন ৭.৮০ শতাংশ সুদ। সুপার সিনিয়র সিটিজেনরা পাবেন ৮.০৫ শতাংশ।
তবে যেখানেই বিনিয়োগ করবেন তার আগে ভাল করে সমস্ত বিষয় দেখে নেবেন। যদি আপনার কোনও আর্থিক ক্ষতি হয় তাহলে তার দায় আজকাল ডিজিটাল নেবে না।
