আজকাল ওয়েবডেস্ক: সিনিয়র সিটিজেনরা যদি ফিক্সড ডিপোজিট থেকে ভাল টাকা পেতে পারেন তাহলে তার থেকে ভাল কিছুই হতে পারে না। তবে বিনিয়োগ করার আগে দেখে নিতে হবে কোথায় বিনিয়োগ করবেন।


এইউ স্মল ফিনান্স ব্যাঙ্ক:   যদি এখানে সিনিয়র সিটিজেনরা বিনিয়োগ করেন তাহলে সেখান থেকে তারা ৮.২৫ শতাংশ হারে সুদ পাবেন। সময় থাকবে ১৮ মাস। যদি এখানে ১২ লাখ টাকা বিনিয়োগ করেন তাহলে সেখান থেকে ১৩ লাখ ৫৬ হাজার ৩৭০ টাকা পাবেন। 


ইক্যুইটিস স্মল ফিনান্স ব্যাঙ্ক:  যদি এখানে সিনিয়র সিটিজেনরা বিনিয়োগ করেন তাহলে সেখান থেকে তারা ৮.৫৫ শতাংশ হারে সুদ পাবেন। সময় থাকবে ৮৮৮ দিনের। যদি এখানে ১২ লাখ টাকা বিনিয়োগ করেন তাহলে সেখান থেকে পাবেন ১৪ লাখ ৭৪ হাজার ২৩৭ টাকা। যদি ১৩ লাখ টাকা বিনিয়োগ করেন তাহলে পাবেন ১৫ লাখ ৯৭ হাজার ৯০ টাকা। যদি ১৪ লাখ টাকা বিনিয়োগ করেন তাহলে সেখান থেকে পাবেন ১৭ লাখ ১৯ হাজার ৯৪৩ টাকা।


উজ্জীবন স্মল ফিনান্স ব্যাঙ্ক:  যদি এখানে সিনিয়র সিটিজেনরা বিনিয়োগ করেন তাহলে সেখানে সুদের হার পাবেন ৮.৫৫ শতাংশ করে। সময় থাকবে ১৮ মাসের জন্য। এখানে ১২ লাখ টাকা বিনিয়োগ করলে ১৩ লাখ ৬২ হাজার ৩৬২ টাকা। যদি ১৩ লাখ টাকা বিনিয়োগ করেন তাহলে সেখানে পাবেন ১৪ লাখ ৭৫ হাজার ৮৯২ টাকা। যদি ১৪ লাখ টাকা বিনিয়োগ করেন তাহলে সেখানে পাবেন ১৫ লাখ ৮৯ হাজার ৪২২ টাকা।


উৎকর্ষ স্মল ফিনান্স ব্যাঙ্ক:  যদি সিনিয়র সিটিজেনরা এখানে বিনিয়োগ করেন তাহলে সেখানে তারা সুদ পাবেন ৮.৭৫ শতাংশ। সময়সীমা থাকবে ২ থেকে ৩ বছর। যদি এখানে ১২ লাখ টাকা বিনিয়োগ করেন তাহলে পাবেন ১৪ লাখ ২৬ হাজার ৮০১ টাকা। যদি ১৩ লাখ টাকা বিনিয়োগ করেন তাহলে পাবেন ১৫ লাখ ৪৫ হাজার ৭০১ টাকা। যদি ১৪ লাখ টাকা বিনিয়োগ করেন তাহলে পাবেন ১৬ লাখ ৬৪ হাজার ৬০১ টাকা।


তবে যেখানেই বিনিয়োগ করেন তার আগে সমস্ত বিষয় ভাল করে জেনে নেবেন। যদি আপনার কোনও ক্ষতি হয় তাহলে তার দায় আজকাল ডিজিটাল নেবে না।