আজকাল ওয়েবডেস্ক: বুধবার মুদ্রানীতি কমিটি বৈঠকের পর ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর সঞ্জয় মালহোত্রা স্পষ্ট জানিয়ে দিলেন যে, ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস বা ইউপিআই লেনদেনে চার্জ আরোপের কোনও প্রস্তাব বর্তমানে আরবিআইয়ের কাছে নেই। সাম্প্রতিক সময়ে বিভিন্ন মহলে ইউপিআই বিনামূল্যে থাকবে কি না, এনিয়ে জল্পনা তৈরি হয়েছিল। সেই প্রেক্ষিতেই গভর্নরের এই বক্তব্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।


ইউপিআই-কে সম্পূর্ণ বিনামূল্যে রাখার মডেল নিয়ে আরবিআই পূর্বে একাধিকবার উদ্বেগ প্রকাশ করেছে। মূলত টেকসই অর্থনৈতিক কাঠামো বজায় রাখার জন্য ডিজিটাল লেনদেনের এতো বড় অবকাঠামো দীর্ঘমেয়াদে কীভাবে চালানো সম্ভব, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন গভর্নর নিজেই।


গত জুলাই মাসে মুম্বইয়ে ফিনান্সিয়াল এক্সপ্রেস বিএফএসআই সামিটে বক্তব্য রাখতে গিয়ে মালহোত্রা বলেন, “ইউপিআই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবকাঠামো। সরকার এবিষয়ে সিদ্ধান্ত নিয়েছে যে এটি জনগণের জন্য বিনামূল্যে থাকবে এবং সরকারই এটির ভর্তুকি দিচ্ছে। এপর্যন্ত এর ভালো ফলও পাওয়া গেছে।” তিনি আরও জানান, সরকারের এই উদ্যোগের ফলেই আজ দেশে ডিজিটাল লেনদেন অভূতপূর্ব গতিতে বৃদ্ধি পেয়েছে।
বর্তমানে ইউপিআই-এর ক্ষেত্রে ব্যবহারকারীরা কোনও লেনদেন চার্জ দেন না। সরকারই প্রয়োজনীয় খরচ বহন করছে এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডার ও ব্যাংকগুলোকে ভর্তুকি দিচ্ছে। এই নীতির কারণে গত কয়েক বছরে ভারতের ডিজিটাল অর্থনীতিতে আমূল পরিবর্তন এসেছে।

আরও পড়ুন: নবমীতে তাল কাটল মুষলধারে বৃষ্টি, বিকেল গড়াতেই আকাশ অন্ধকার, রইল বড় আপডেট


গ্রামীণ ও শহরাঞ্চল উভয় ক্ষেত্রেই স্মার্টফোন ও ইন্টারনেটের প্রসারের সঙ্গে সঙ্গে ইউপিআই আজ কোটি কোটি ভারতীয়র কাছে সবচেয়ে সহজ ও নিরাপদ লেনদেনের মাধ্যম হয়ে উঠেছে। প্রতিদিনের ছোট থেকে বড় কেনাকাটা—সবেতেই ক্রমবর্ধমান হারে ইউপিআই ব্যবহৃত হচ্ছে।


তবে সাম্প্রতিক কালে বাজারে গুজব ছড়ায় যে সরকার ও আরবিআই ভবিষ্যতে ইউপিআই লেনদেনে নির্দিষ্ট পরিমাণ চার্জ বসাতে পারে। ফলে সাধারণ মানুষের মধ্যে সংশয় তৈরি হয়েছিল। অনেকেই ভাবছিলেন, দৈনন্দিন খরচ বা বিল মেটানোর ক্ষেত্রে এই নতুন চার্জ আর্থিক চাপ বাড়িয়ে তুলতে পারে।


এই পরিস্থিতিতেই গভর্নর সঞ্জয় মালহোত্রা স্পষ্ট করে জানান যে, এই মুহূর্তে আরবিআইয়ের কাছে এই ধরনের কোনও প্রস্তাব নেই। ফলে ব্যবহারকারীদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।


অর্থনীতিবিদদের একাংশ মনে করছেন, সরকারের ভর্তুকি চালু থাকলে ইউপিআই দীর্ঘমেয়াদে বিনামূল্যেই চালানো সম্ভব। তবে প্রযুক্তি, সাইবার সুরক্ষা ও সার্ভার রক্ষণাবেক্ষণে ক্রমবর্ধমান খরচ ভবিষ্যতে নীতিনির্ধারকদের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। তবু স্বল্পমেয়াদে কেন্দ্রীয় ব্যাংকের এই আশ্বাস নিঃসন্দেহে সাধারণ গ্রাহক ও ব্যবসায়ীদের স্বস্তি দেবে।


বর্তমানে ইউপিআই শুধু নগদবিহীন অর্থনীতির প্রতীক নয়, বরং ভারতের আর্থিক অন্তর্ভুক্তির যাত্রায় এক বিপ্লবী হাতিয়ার। সরকারের ভর্তুকি ও নীতিগত সহায়তায় এটি আরও বিস্তৃত হয়েছে। আরবিআই গভর্নরের সাম্প্রতিক বক্তব্যে বোঝা গেল, নিকট ভবিষ্যতে এই জনপ্রিয় সেবাকে ব্যবহারকারীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে রাখা অব্যাহত থাকবে।