আজকাল ওয়েবডেস্ক: সোনা মানেই সবার সেরা। সোনাকে ধরে রাখতে বা মজুত করে রাখতে সকলেই পছন্দ করেন। উৎসব থেকে শুরু করে জরুরি কাজ, সবেতেই সোনার বিকল্প নেই।
বিশ্বের অর্থনীতিতে নিজেকে ধরে রাখতে হলে সোনা হল একটি বিশেষ ধাতু। বর্তমানে ভারতে সোনার দাম ধীরে ধীরে অনেকটাই বেড়েছে। করোনাকাল থেকে শুরু করে রাশিয়া ইউক্রেন যুদ্ধ আবার মার্কিন শুল্ক নীতি সর্বত্রই সোনার কদর দেখেছে বিশ্ববাসী। এখান থেকে এগিয়ে গিয়েছে আরবিআই।
২০২৪-২৫ অর্থবর্ষে আরবিআই সোনাকে মজুত করার ক্ষেত্রে নতুন রেকর্ড তৈরি করেছে। এই অর্থবর্ষে তারা ৫৭.৫ টন সোনা কিনে তাকে মজুত করেছে। ২০১৭ সালের পর ভারতের এটি দ্বিতীয় বৃহত্তম সোনা মজুত। বিগত ৫ বছরের হিসেব দেখতে বোঝা যায় ভারতে সোনার মজুত বেড়েছে ৩৫ শতাংশ। ২০২০ সালে যেখানে সোনা ছিল ৬৫৩ টন। সেখানে ২০২৫ সালে তা হয়েছে ৮৮০ টন।
বিশ্বের সোনার বাজারে ভারত অনেকটা ওপরের দিকে উঠে এসেছে। বর্তমানে ভারত এখানে সপ্তম স্থান অধিকার করেছে। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের পক্ষ থেকে বলা হয়েছে ভারতের সোনার মজুত বেড়েছে ৬.৮৬ শতাংশ।
আরবিআই কেন সোনা কেনাতে এতটা জোর দিয়েছে। এই প্রশ্নের উত্তরে বলা যায় ডলারের দাম ভারতীয় মুদ্রার তুলনায় এখন অনেকটা ওপরের দিকে রয়েছে। সেখানে সোনা অনেকটা স্থিতিশীল রয়েছে। যদি ডলারের কারণে বিশ্বের বাজারে অস্থির পরিস্থিতি তৈরি হয় তাহলে সেখানে তাকে সামাল দিতে পারে হলুদ এই ধাতু।
২০২২ সাল থেকে আরবিআই সোনা মজুতে বিশেষ জোর দিয়েছে। তারা ২১৪ টন সোনাকে দেশে ফিরিয়ে নিয়ে এসেছে। ফলে বিশ্বের বাজার অস্থির হলেও ভারতে তার প্রভাব পড়েনি। ভারতের বাণিজ্যের ক্ষেত্রে এই সোনার মজুত বিশেষ স্থান পেয়েছে। আন্তর্জাতিক বাজারে যাতে তেলের দাম ওঠানামার সঙ্গে ভারতে খুব বেশি প্রভাব না পড়ে সেদিকেও নিয়ন্ত্রণ রাখবে এই সোনা। ডিজিটাল ভারত তৈরি করার যে পরিকল্পনা কেন্দ্র নিয়েছে তাকে অনেকটাই বাস্তবের রূপ দিতে পারে সোনার এই মজুত।
