আজকাল ওয়েবডেস্ক: ব্যাঙ্ক গ্রাহকদের জন্য বড় স্বস্তি। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই) কোটি কোটি ব্যাঙ্ক গ্রাহকদের স্বস্তি দিয়েছে যারা চেকের মাধ্যমে পেমেন্ট করেন। এখন পর্যন্ত চেকের মাধ্যমে পেমেন্ট করলে অ্যাকাউন্টে টাকা আসতে দুই থেকে তিন দিন সময় লাগে। কিন্তু, এখন মাত্র কয়েক ঘন্টার মধ্যেই চেকে পেমেন্ট করা টাকা অ্যাকাউন্টে চলে আসবে।

আরবিআই চেক পেমেন্টের নিয়ম ও প্রক্রিয়া পরিবর্তন করেছে। এই নতুন নিয়মগুলি চলতি বছর ৪ঠা অক্টোবর থেকে কার্যকর হবে। অর্থাৎ, দশেরার পরে এবং দীপাবলির আগে, কোটি কোটি ব্যাঙ্ক গ্রাহকদের চেকের মাধ্যমে পেমেন্ট করতে এবং গ্রহণ করতে তিন দিনের পরিবর্তে মাত্র কয়েক ঘন্টা সময় লাগবে। অর্থাৎ, চেকটি যেদিন ব্যাঙ্কে জমা হবে সেদিনই অ্যাকাউন্টে টাকা আসবে।

এখন একটি চেক ক্লিয়ার হতে কত সময় লাগে?
বর্তমানে, চেক ক্লিয়ার হতে T+1 অর্থাৎ পরবর্তী কর্মদিবস লাগে। যদি চেকটি অন্য ব্যাঙ্কের হয়, তাহলে তিন দিন পর্যন্ত সময় লাগতে পারে। এখন এই ব্যবস্থা দিনের পরিবর্তে কয়েক ঘন্টার মধ্যে কমিয়ে আনা হবে।

কী পরিবর্তন হবে?
বর্তমানে, চেক ট্রাঙ্কেশন সিস্টেমে (CTS) চেকগুলিকে ব্যাচে প্রক্রিয়াজাত করা হয়, যা ক্লিয়ারিং করতে এক থেকে দুই দিন সময় লাগে। নতুন সিস্টেমে, চেকটি স্ক্যান করে তাৎক্ষণিকভাবে ইলেকট্রনিকভাবে পাঠানো হবে এবং সারা দিন ধরে (কন্টিনিউয়াস ক্লিয়ারিং) ক্রমাগত প্রক্রিয়াজাত করা হবে। অর্থাৎ, ব্যাঙ্কিং চলাকালীনই চেক ক্লিয়ারিং অবিচ্ছিন্নভাবে চলতে থাকবে।

CTS কী?
CTS হল একটি ইলেকট্রনিক সিস্টেম, যা চেকের একটি বাস্তব কপি বহন করার প্রয়োজনীয়তা দূর করে। পরিবর্তে, চেকের ছবি এবং বিবরণ ইলেকট্রনিকভাবে অর্থপ্রদানকারী ব্যাঙ্কে পাঠানো হয়। এটি প্রক্রিয়াটিকে দ্রুততর করে এবং জালিয়াতির সম্ভাবনাও কমে আসে। 

আরবিআই জানিয়েছে যে, এই পরিবর্তন দু'টি পর্যায়ে বাস্তবায়িত হবে। প্রথম পর্যায়টি ২০২৫ সালের ৪ঠা অক্টোবর থেকে ২০২৬ সালের ২রা জানুয়ারি, পর্যন্ত চলবে। এই সময়ের মধ্যে, ব্যাঙ্কগুলিকে সন্ধ্যা সাতটা পর্যন্ত প্রাপ্ত সমস্ত চেক যাচাই করতে হবে। যদি ব্যাঙ্ক সময়মতো যাচাই না করে, তাহলে চেকটি গৃহীত বলে গণ্য হবে এবং নিষ্পত্তির গণনায় অন্তর্ভুক্ত হবে।

দ্বিতীয় পর্যায় ২০২৬ সালের ৩ জানুয়ারি থেকে শুরু হবে। এতে নিয়মগুলি আরও কঠোর হবে। প্রতিটি চেক গ্রহণের তিন ঘন্টার মধ্যে যাচাই করতে হবে। উদাহরণস্বরূপ, যদি কোনও ব্যাঙ্ক সকাল ১০ টা থেকে ১১ টার মধ্যে একটি চেক পায়, তাহলে তাকে দুপুর দু'টোর মধ্যে তা যাচাই করতে হবে। যদি এই সময়সীমার মধ্যে যাচাই না করা হয়, তাহলে তা গৃহীত বলে গণ্য হবে।

গ্রাহকদের কী লাভ হবে?
নতুন নিয়ম অনুসারে, প্রক্রিয়াটি সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে, চেক উপস্থাপনকারী ব্যাঙ্ক গ্রাহককে তাৎক্ষণিকভাবে অর্থ প্রদান করবে। সমস্ত সুরক্ষা পরীক্ষা সম্পন্ন হলে অর্থ প্রদানের নিষ্পত্তির এক ঘন্টার মধ্যে এটি করা হবে। অর্থাৎ, আপনি যদি সকালে একটি চেক জমা দেন, তাহলে সম্ভব টাকা ওইদিন বিকেল বা সন্ধ্যার মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে।

ব্যাঙ্কের কী করা উচিত?
আরবিআই সমস্ত ব্যাঙ্ককে তাদের গ্রাহকদের এই পরিবর্তন সম্পর্কে সম্পূর্ণ তথ্য দেওয়ার নির্দেশ দিয়েছে। এছাড়াও, তাদের প্রযুক্তিগত এবং পরিচালনাগত প্রক্রিয়াগুলি প্রস্তুত রাখতে হবে যাতে চেক ক্লিয়ারিংয়ের কাজ নির্ধারিত তারিখ থেকে ধারাবাহিকভাবে করা যায়।

আরও পড়ুন- অতি সস্তায় গৃহঋণ চাইছেন? দেখুন এই সব ব্যাঙ্কের তালিকা