আজকাল ওয়েবডেস্ক: পোস্ট অফিস মানেই হল সকলের কাছে একটি বিরাট ভরসার জায়গা। সেখান থেকে দেখতে হলে যদি ব্যাঙ্কের সঙ্গে তুলনা করেন তাহলে দেখা যায় পোস্ট অফিসের সুদের হার অনেক সময় ব্যাঙ্ককে ছাপিয়ে যায়। পোস্ট অফিসের টাইম ডিপোজিটের দিকে যদি দেখেন তাহলে দেখা যায় সেখানে সুদের হার অনেকটা ফারাক দেখা যায়।


যখন দেশের বেশিরভাগ বাণিজ্যিক ব্যাঙ্ক তুলনামূলকভাবে মাঝারি পরিমাণে ফিক্সড ডিপোজিট সুদের হার দিচ্ছে, সেই সময়ে ইন্ডিয়া পোস্টের টাইম ডিপোজিট স্কিম নতুন করে নজর কাড়ছে বিনিয়োগকারীদের। একসময় ডাকঘরকে শুধু চিঠি ও পার্সেল পরিষেবার সঙ্গে যুক্ত মনে করা হলেও, বর্তমানে এটি একটি পূর্ণাঙ্গ আর্থিক প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে—সঞ্চয় স্কিম, ইনভেস্টমেন্ট, ইনস্যুরেন্স, পেমেন্ট সার্ভিস সহ নানাধরনের সুবিধা দিয়ে। এই সব স্কিমের মধ্যে, টাইম ডিপোজিট এখন সবচেয়ে বেশি মনোযোগ পাচ্ছে তার স্থায়ী ও তুলনামূলকভাবে উচ্চ সুদের হারের কারণে।


ইন্ডিয়া পোস্টের টাইম ডিপোজিটে চারটি মেয়াদে বিনিয়োগ করা যায়—১ বছর, ২ বছর, ৩ বছর এবং ৫ বছর। সরকারের সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী বর্তমান সুদের হারগুলি হল:
১ বছর TD: ৬.৯%
২ বছর TD: ৭.০%
৩ বছর TD: ৭.১%
৫ বছর TD: ৭.৫%


বর্তমান ব্যাঙ্কিং বাজারে খুব কম সংখ্যক বড় ও মাঝারি ব্যাঙ্ক ৫ বছরের মেয়াদে এই পর্যায়ের সুদের হার দিচ্ছে। তাই স্থির ও নির্ভরযোগ্য রিটার্ন খোঁজা বিনিয়োগকারীদের কাছে ৫ বছরের পোস্ট অফিস TD অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠেছে।


১ লাখ টাকায় কত মুনাফা?
ধরা যাক, আপনি ৫ বছরের মেয়াদে ১,০০,০০০ টাকা বিনিয়োগ করলেন। ৭.৫% সুদের হারে মেয়াদ শেষে আপনার পরিমাণ দাঁড়াবে প্রায় ১ লাখ ৪৪ হাজার টাকা। অর্থাৎ আপনি মূলধনের ওপর প্রায় ৪৪ হাজার টাকা অতিরিক্ত আয় পাবেন। এই রিটার্ন অনেক ব্যাঙ্কের ৫ বছরের এফডির তুলনায় স্পষ্টতই বেশি। সহজে খোলা যায়, ন্যূনতম জমা মাত্র ১,০০০ টাকা।


এই স্কিমের অন্যতম আকর্ষণ হল এর সহজলভ্যতা। মাত্র ১,০০০ টাকা জমা রেখেই টাইম ডিপোজিট অ্যাকাউন্ট খোলা যায় এবং জমার কোনও সর্বোচ্চ সীমা নেই। ফলে সাধারণ থেকে মধ্যবিত্ত—সবাই নিজের সামর্থ্য অনুযায়ী বিনিয়োগ করতে পারেন।


যৌথ অ্যাকাউন্টের সুযোগ
টাইম ডিপোজিট অ্যাকাউন্ট একা বা যৌথভাবে খোলা যায়, সর্বোচ্চ তিনজন পর্যন্ত। ফলে পরিবার একসঙ্গে সঞ্চয় পরিকল্পনা করতে পারে। প্রয়োজনে নাবালক সন্তানদের নামেও অ্যাকাউন্ট খোলা যায়, যা ভবিষ্যতের জন্য নিরাপদ সঞ্চয়ের পথ তৈরি করে।


সমান সুদের হার—সব বয়সের জন্য এক
ব্যাঙ্কগুলো সাধারণত বয়স্ক নাগরিকদের জন্য আলাদা ও বেশি সুদের হার দেয়। কিন্তু পোস্ট অফিস টাইম ডিপোজিট স্কিমে সব বয়সের জন্য সুদের হার এক এবং সমান। এটি বিশেষ করে সেইসব বিনিয়োগকারীর জন্য উপকারী, যারা সিনিয়র সিটিজেন ক্যাটাগরিতে পড়েন না কিন্তু স্থায়ী সঞ্চয়ের উচ্চতর রিটার্ন চান।


নিরাপত্তা ও সরকারি গ্যারান্টি
এই স্কিম ভারতের কেন্দ্রীয় সরকারের দ্বারা গ্যারান্টিযুক্ত হওয়ায় এর ওপর ঝুঁকি প্রায় নেই বললেই চলে। শেয়ার বাজার বা অন্যান্য আর্থিক পণ্যের অনিশ্চয়তা না থাকায় এটি দীর্ঘমেয়াদি সঞ্চয়ের জন্য অত্যন্ত নির্ভরযোগ্য।


যারা ঝুঁকিমুক্ত বিনিয়োগে স্থির মুনাফা চান এবং বাজারের ওঠানামা এড়িয়ে চলতে চান, তাদের জন্য ইন্ডিয়া পোস্টের টাইম ডিপোজিট স্কিম আজকের দিনে একটি শক্তিশালী, নিরাপদ ও উচ্চ-রিটার্নের বিকল্প। সহজ প্রক্রিয়া, সরকারি নিরাপত্তা, উচ্চ সুদ এবং নমনীয় মেয়াদ। সব মিলিয়ে এটি বর্তমানে ভারতের অন্যতম সেরা সঞ্চয় পরিকল্পনা হিসেবে উঠে এসেছে।