আজকাল ওয়েবডেস্ক : বর্তমানে বাজার যে হারে চড়া হয়ে রয়েছে সেখানে যারা মাইনে পান তাদের অন্য একটি জায়গা থেকে যদি রোজগার হয় তাহলে তার থেকে ভালো আর কিছু হতে পারেনা। তবে অন্য একটি জায়গা থেকে আয় করার আগে সেই জায়গা নিয়ে খোঁজ করে নেওয়া সবার আগে দরকার। বিনিয়োগ করার দিক থেকে পোস্ট অফিস এমন একটি জায়গা যেখানে আপনি নিশ্চিত মনে বিনিয়োগ করতে পারেন। 

 

সুদের হার যদি দেখতে চান তাহলে পোস্ট অফিস এখন ভালো সুদ দিচ্ছে। আগে যেখানে ৭% হারে সুদ দেওয়া হত সেখানে এখন ৭. ৫% হারে সুদ দিচ্ছে পোস্ট অফিস। তাই যদি এখানে ১ বছর থেকে শুরু করে ৫ বছরের মধ্যে বিনিয়োগ করতে পারেন তাহলে আপনি এই হারে সুদ পাবেন। 

 

যদি ৫ লক্ষ টাকা ৫ বছরের জন্য পোস্ট অফিসে বিনিয়োগ করেন তাহলে ৭. ৫% হারে সুদ নিয়ে আপনি পাবেন ২ লক্ষ ২৪ হাজার ৯৭৪ টাকা সুদ। মেয়াদ শেষে আপনার হাতে আসবে ৭ লক্ষ ২৪ হাজার ৯৭৪ টাকা। তাহলে ভেবে দেখুন আপনার কত টাকা লাভ হল। এই লাভ ব্যাঙ্ক আপনাকে দিতে পারবে না।