আজকাল ওয়েবডেস্ক: যারা পোস্ট অফিসে বিনিয়োগ করতে পছন্দ করেন তাদের কাছে এটি হতে পারে সেরা অফার। এখান থেকেই আপনি হতে পারেন লাখপতি। এই টাকা আপনি পেতে পারেন ৫ বছরের মধ্যেই।
পোস্ট অফিসে রয়েছে রেকারিং ডিপোজিট স্কিম। এখানে বিনিয়োগ করলেই আপনি সেখান থেকে পেতে পারেন ভাল সুদের হার। তার সঙ্গে রয়েছে পোস্ট অফিসের ভরসা।
রেকারিং ডিপোজিট স্কিম থাকতে পারে ব্যাঙ্কে বা পোস্ট অফিসে। এখানে আপনি একবারে বিনিয়োগ করতে পারেন বা প্রতি মাসে বিনিয়োগ করতে পারেন। এখানে মাসে আপনি ১০০ টাকা থেকে বিনিয়োগ করতে পারেন।
তবে যদি এখানে মাসে ১০ হাজার টাকা করে বিনিয়োগ করেন তাহলে সেখানে ৫ বছর পর আপনি ভাল টাকা পেতে পারেন। আপনি পেতে পারেন ৭ লাখ ১৩ হাজার ৬৫৯ টাকা। আপনার সেখানে নিজের বিনিয়োগ হবে ৬ লাখ টাকা। সুদ পাবেন ১ লাখ ১৩ হাজার ৬৫৯ টাকা।

চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত এই অফারটি চলছে। এখান থেকে আপনারা সুদ পেতে পারেন ৬.৭ শতাংশ করে। ফলে সেখানে অনেকটা সুদ আপনারা পাবেন।
এখান থেকে আপনি দরকার হলে লোন নিতে পারবেন। সেখানে আপনি ৫০ শতাংশ পর্যন্ত লোন নিতে পারেন। পরে সেই টাকা আপনি ফের রেখে দিতে পারেন পোস্ট অফিসে।
যারা বেতন পান, ব্যবসা রয়েছে তাদের জন্য এই স্কিমটি অতি আদর্শ। এখানে অ্যাকাউন্ট করতে হলে আপনাকে নিজের আধার নম্বর, প্যান নম্বর, ছবি লাগবে। তাহলেই আপনি এখানে টাকা রাখতে পারবেন। পাশাপাশি আপনি অনলাইনেও টাকা রাখতে পারেন।

পোস্ট অফিসের বেশ কিছু দুর্দান্ত স্কিম আছে। ব্যাঙ্ক বা শেয়ার মার্কেটে বিনিয়োগের পাশাপাশি ডাকঘরেও তাই কিছু টাকা জমাতে পারেন। বিশেষত, যাঁদের পেনশন নেই, তাঁদের এই বিষয়ে আলাদা করে পরিকল্পনা করা প্রয়োজন। এমনই এক স্কিমের বিষয়ে জানতে পারবেন। এতে বিনিয়োগ করলে মাসে ২০ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত আয় হতে পারে।
স্কিমের নাম পোস্ট অফিস সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম । মূলত অবসরপ্রাপ্তদের কথা মাথায় রেখে এই স্কিম চালু করা হয়েছে। এখানে একদিকে যেমন নিরাপদে টাকা রাখতে পারবেন, অন্যদিকে নিশ্চিত, হাই-ইন্টারেস্টে রিটার্ন পাবেন। সুদের হার সত্যিই বেশ ভাল।
আরও পড়ুন: প্রকৃতির আজব খেল, সাহারার এই নতুন রূপ দেখে অবাক হলেন বিজ্ঞানীরা
পোস্ট অফিস সিনিয়র সিটিজেন স্কিমে কত টাকা আয় হতে পারে?
এই স্কিমে সুদের হার ৮.২ শতাংশ। ধরুন কোনও ব্যক্তির সারাজীবনের সঞ্চয় ৩০ লক্ষ টাকা। শুধু তাই নয়, কোনও জমি-বাড়ি বা গয়না বিক্রি করেও কারও হাতে এই অঙ্কের টাকা আসতে পারে। এমন ক্ষেত্রে দেখা যায়, বিনিয়োগকারীরা, কোথায় এই টাকা রাখবেন, তা স্থির করতে পারেন না।
এমন পরিস্থিতিতে পোস্ট অফিস সিনিয়র সিটিজেন স্কিমে এককালীন বিনিয়োগ করা যেতে পারে। আর সেটা করলেই প্রতি বছর প্রায় ২.৪৬ লক্ষ টাকা সুদ পাবেন। ১২ মাস দিয়ে ভাগ করলে কত দাঁড়াচ্ছে? হিসাব অনুযায়ী, আপনার অ্যাকাউন্টে প্রতি মাসেই প্রায় ২০,৫০০ টাকা এসে যাবে। অর্থাৎ, একবার বিনিয়োগ করলেই ঘরে বসে মাসিক ২০ হাজার টাকা আয় নিশ্চিত। পেনশন নেই, এমন ব্যক্তিদের জন্য এটি অত্যন্ত সুবিধাজনক।
