আজকাল ওয়েবডেস্ক:  ভারতের দুই শীর্ষ সরকারি ব্যাঙ্ক পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এবং ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সেপ্টেম্বর মাসের জন্য তাদের MCLR হ্রাস করেছে। এটি মূলত সেইসব ঋণগ্রহীতাদের জন্য সুখবর যাদের ঋণ সরাসরি MCLR সিস্টেমের সাথে যুক্ত, যেমন হোম লোন ও ব্যবসায়িক ঋণ।


MCLR কী?
MCLR (Marginal Cost of Funds-Based Lending Rate) হলো ন্যূনতম সুদের হার যা কোনও ব্যাঙ্ক ঋণের উপর ধার্য করতে পারে। এটি এক ধরনের বেঞ্চমার্ক, যা ভিত্তি ধরে ব্যাঙ্ক বিভিন্ন ঋণপণ্যের সুদের হার নির্ধারণ করে যেমন হোম লোন, পার্সোনাল লোন ও ব্যবসায়িক ঋণ। অর্থাৎ, MCLR-এর পরিবর্তন সরাসরি ঋণগ্রহীতাদের মাসিক সুদ ও কিস্তির উপর প্রভাব ফেলে।

আরও পড়ুন: রাত গড়ালেই ফিরতে হবে সড়কপথে, রাতের বিশেষ পরিষেবা বন্ধ করল মেট্রো


PNB বিভিন্ন মেয়াদের ঋণের ক্ষেত্রে সামান্য হ্রাস করেছে:
ওভারনাইট রেট: ৮.১৫% থেকে কমে ৮%
১ মাসের হার: ৮.২৫%
৩ মাসের হার: ৮.৪৫%
৬ মাসের হার: ৮.৬৫%
১ বছরের হার: ৮.৮০%
৩ বছরের হার: ৯.১০%
প্রতিটি মেয়াদে প্রায় ৫ বেসিস পয়েন্ট  কমানো হয়েছে।


ব্যাঙ্ক অফ ইন্ডিয়াও সব মেয়াদের সুদের হার কমিয়েছে:
ওভারনাইট রেট: ৭.৯৫%
১ মাস: ৮.৩০%
৩ মাস: ৮.৪৫%
৬ মাস: ৮.৭০%
১ বছর: ৮.৮৫%
৩ বছর: ৯% (সবচেয়ে বড় কাটছাঁট)
এখানে ১০ বেসিস পয়েন্ট পর্যন্ত হ্রাস করা হয়েছে।


ঋণগ্রহীতাদের উপর প্রভাব
হোম লোন, ব্যবসায়িক ঋণ ও কিছু পার্সোনাল লোন—যা MCLR-এর সাথে সরাসরি যুক্ত—সেগুলির খরচ কমবে। এর ফলে মাসিক কিস্তি ও মোট সুদের বোঝা কিছুটা হালকা হবে। তবে মনে রাখা দরকার, বেশিরভাগ পার্সোনাল লোন স্থির সুদে (Fixed Rate) দেওয়া হয়। তাই সেখানে এই পরিবর্তনের প্রভাব পড়বে না। সামগ্রিকভাবে, এই সিদ্ধান্ত অনেক পরিবারকে আর্থিক চাপ থেকে কিছুটা স্বস্তি দেবে।


প্রসঙ্গত,  গ্রাহকদের জন্য বড় ঘোষণা করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সম্প্রতি দেশের এই শীর্ষস্থানীয় ব্যাঙ্কটির তরফে ফিক্সড ডিপোজিটে সুদের হার কমানো হয়েছে। স্থায়ী আমানতের ক্ষেত্রে 0.2 শতাংশ সুদের হার কমানোর ঘোষণা করেছে এসবিআই। ইতিমধ্যেই 16 মে থেকে এই নয়া সুদের হার কার্যকর হয়ে গিয়েছে। সাধরণ গ্রাহকদের পাশাপাশি প্রবীণ নাগরিকদের জন্যও এই সুদের হার কমানোর ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাঙ্কটি। একটি সংবাদ সংস্থা সূত্রে খবর, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) –এর তরফে সকল মেয়াদের জন্যই ব্যাঙ্কটির ফিক্সড ডিপোজিট (FD) –এর সুদের হার 20 বেসিস পয়েন্ট কমিয়ে দেওয়া হয়েছে।


প্রসঙ্গত, প্রায় এক মাসের সময়ের ব্যবধানেই দ্বিতীয়বার সুদের হার হ্রাসের ঘোষণা করেছে দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কটি। এর আগে এপ্রিল মাসের 15 তারিখে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কটির তরফে সুদের হার হ্রাসের ঘোষণা করা হয়েছিল। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) -এর পক্ষ থেকে এটির সাম্প্রতিক মনিটারি পলিসি মিটিং (MPC) –এ রেপো রেট কমানোর ঘোষণা করা হয়েছে। দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কটির পক্ষ থেকে রেপো রেট হ্রাসের পদক্ষেপ গৃহীত হওয়ার পরেই এই ঘোষণা করেছে এসবিআই। এসবিআই –এর পাশাপাশি আরও বেশ কয়েকটি ব্যাঙ্কের পক্ষ থেকে একইভাবে তাদের FD রেট কমানোর ঘোষণা করা হয়েছে।