আজকাল ওয়েবডেস্ক: বিয়ের পরের প্রথম কয়েক মাস যেন উষ্ণ সুখের ঘোরে কেটে যায়—নতুন সংসার গুছানো, অভ্যাস মানিয়ে নেওয়া, দুটি জীবনের ছন্দকে এক সুতোয় গাঁথা। কিন্তু এই সবকিছুর আড়ালে লুকিয়ে থাকে আরও গভীর বাস্তবতা: বিবাহ মানে ঝুঁকির সম্মেলন। দুটি মানুষ একসঙ্গে শুধু স্বপ্ন বা দায়িত্বই ভাগ করে নেন না, ভাগ করে নেন আর্থিক দুর্বলতাও।
স্বাস্থ্যগত বিপর্যয়, আয়ের অনিয়ম, হঠাৎ বড় খরচ—এগুলো একসঙ্গে জীবন গড়তে থাকা দম্পতিদের উপর বড় চাপ ফেলে। আর সেই কারণেই বিবাহের শুরুর দিকটাই আর্থিক নিরাপত্তা গড়ার সবচেয়ে কৌশলগত সময় বলে মনে করেন বিশেষজ্ঞরা। ইনস্যুরেন্স মানে শুধু পলিসি কেনা নয়। এটি হল এমন এক ব্যবস্থা তৈরি করা, যাতে একটি অপ্রত্যাশিত ঘটনা পুরো পরিবারের আর্থিক ভবিষ্যৎকে নষ্ট না করে দেয়।
লাইফ ইন্স্যুরেন্স: একটি শক্তিশালী টার্ম প্ল্যানই ভিত্তি
নতুন দম্পতির জন্য লাইফ ইন্স্যুরেন্স শুধু একটি আর্থিক সিদ্ধান্ত নয়, বরং এক আবেগী প্রতিশ্রুতি—একজন অনুপস্থিত হলে অন্যজন যেন জীবনের লক্ষ্য বা স্বপ্ন থেকে পিছিয়ে না পড়েন। দম্পতিদের উচিত প্রকৃত ‘প্রোটেকশন গ্যাপ’ হিসাব করা—আয়, ঋণ, ভবিষ্যৎ লক্ষ্য, বর্তমান সঞ্চয় এবং নির্ভরশীল সদস্যদের বিবেচনায়।
স্বাস্থ্যবিমা—একেবারেই অপরিহার্য
ভারতে চিকিৎসা ব্যয় গত কয়েক বছরে আয় বৃদ্ধির চেয়েও দ্রুত গতিতে বেড়েছে। একটি বড় অসুস্থতা বা মাত্র একটি হাসপাতাল ভর্তি হওয়া সঞ্চয় ভেঙে দিতে পারে। হেলথ ইন্স্যুরেন্স মানে শুধু ক্লেম পাওয়া নয়; এটি ভবিষ্যতের সঞ্চয়কে সুরক্ষিত রাখা। যদি দম্পতির স্বাস্থ্যপ্রোফাইল আলাদা হয়, তবে একসঙ্গে ‘ফ্লোটার’ পরিকল্পনার বদলে ব্যক্তিগত প্ল্যানও ভাল কাজ করে।
লাইফ ও হেলথ ইন্স্যুরেন্সের ঝুঁকি
লাইফ ও হেলথ কভারের মাঝেও থাকে এক বিশাল ঝুঁকির ক্ষেত্র—যা নিয়েই বেশিরভাগ দীর্ঘমেয়াদি আর্থিক বিপর্যয় শুরু হয়। দুর্ঘটনা ও প্রতিবন্ধিতা কভার—এসবই সবচেয়ে বেশি উপেক্ষিত হয়, অথচ এগুলো সবচেয়ে জরুরি। ব্যক্তিগত দুর্ঘটনা কভার, আয় সুরক্ষার ওপর জোর দিয়েছেন। কারণ আজকের দিনে বেসিক ৫–১০ লাখ স্বাস্থ্যবিমা প্রায়ই পর্যাপ্ত নয়।
সম্পদ গঠনের আগে সুরক্ষা গড়ে তোলা জরুরি
অনেক নতুন দম্পতি বিয়ের পরই SIP, বিনিয়োগ বা বাড়ির ঋণে ঝাঁপিয়ে পড়েন। কিন্তু বেস-লেয়ার প্রোটেকশন ছাড়া এই পরিকল্পনা দেখতে যতই ঝকঝকে হোক, ভিতরে থাকে ভঙ্গুর। বৃদ্ধি তখনই সম্ভব, যখন ভিত্তিটা সুরক্ষিত। প্রোটেকশনকে আগে রাখতে হবে, তারপর ইনভেস্টমেন্ট।
বিয়ের পর কাগজপত্র আপডেট
বেশিরভাগ দাবি-সংক্রান্ত সমস্যার কারণই অসম্পূর্ণ নথিপত্র—যা সহজেই এড়ানো যেত। সব অ্যাকাউন্টে nominee আপডেট করুন, পরিবার পরিকল্পনার আগে health declaration সংশোধন করুন, ঋণে যথাযথ ইনস্যুরেন্স যুক্ত করুন, গুরুত্বপূর্ণ নথি ও জরুরি যোগাযোগ হাতের কাছে রাখুন।
নতুন দম্পতির দরকার শুধু ইন্স্যুরেন্স পণ্য নয়, দরকার একটি সিস্টেম। প্রোটেকশন-ফার্স্ট পদ্ধতি নিশ্চিত করে যে এক মুহূর্তের অপ্রত্যাশিত ঘটনা বহু বছরের পরিশ্রম নষ্ট না করে।
