আজকাল ওয়েবডেস্ক: ডিজিটাল যুগে কোটি কোটি গ্রাহকরা অনলাইনে নিজেদের টাকা লেনদেন করে থাকেন। যত দিন যাচ্ছে এই লেনদেনের পরিমান আরও বাড়ছে। তবে ১ আগস্ট থেকে এই নিয়মে আসতে চলেছে বড় ধরণের পরিবর্তন। এনপিসিআই নতুন একটি সিদ্ধান্ত নিয়েছেন যা সকলকেই মেনে চলতে হবে।
ইউপিআই সিস্টেমে বড় ধরণের একটি পরিবর্তন করা হবে। ফলে সেখানে নিজের ইউপিআই অ্যাপে আপনি দিনে কতবার ব্যালেন্স চেক করতে পারবেন সেটি স্থির করা থাকবে। তার বেশি আপনি নিজের ব্যালেন্স চেক করতে পারবেন না।
বর্তমান সময়ে প্রতি মাসে প্রায় ১৬ বিলিয়ন টাকা এর মাধ্যমে লেনদেন করা হয়ে থাকে। ফলে ইউপিআই-এর ওপর চাপ প্রতিদিন বাড়ছে। ফলে সেখানে প্রতিটি ব্যাঙ্ককে বাড়তি চাপ নিতে হচ্ছে। পাশাপাশি বেশ কয়েকটি প্রযুক্তিগত সমস্যাও সামনে এসেছে।
বিগত কয়েক মাসে বেশ কয়েকবার ইউপিআই সিস্টেম বসে গিয়েছে। এটি হওয়ার একমাত্র কারণ হল অতিরিক্ত চাপ। এই চাপকে এবার রোখার জন্যই বিশেষ পদক্ষেপ নেওয়া হল। এটি শুরু হয়ে যাবে ১ আগস্ট থেকেই।
এনপিসিআই-এর পক্ষ থেকে বলা হয়েছে তারা যেন ফোন পে, পেটিএম, গুগল পে জাতীয় যা কিছু রয়েছে সেগুলি নিয়ে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেন। এটি শুরু হবে ১ আগস্ট থেকে। এতদিন ধরে গ্রাহকরা যখন তখন নিজেদের ব্যালেন্স চেক করতে পারতেন। তবে এবার থেকে তারা সারাদিনে ৫০ বার নিজেদের ব্যালেন্স চেক করতে পারবেন। এর বেশি তারা করতে পারবেন না।
যেভাবে কোটি কোটি গ্রাহকের মোবাইল নম্বর এক জায়গায় রয়েছে সেখান থেকে যদি সকলে মিলে সারাদিন ধরে নিজেদের ব্যালেন্স চেক করতে থাকে তাহলে যে পরিমান চাপ আসবে তাকে সামাল দেওয়া যাবে না। পরবর্তীকালে এই ব্যালেন্স চেকের পরিমান ২৫ বারে নামিয়ে নিয়ে আসা হবে বলেই খবর মিলেছে। এছাড়া দিনের বেশ কয়েকটি সময় স্থির করে দেওয়া হয়েছে। সেই সময়ের মধ্যেই ব্যালেন্স চেক করা যাবে তারপর আর নয়।
