আজকাল ওয়েবডেস্ক: সরকারি হোক বা বেসরকারি, আধার কার্ডের গুরুত্ব সকলেই জানেন। একে ব্যবহার করে আট থেকে আশি সকলেই উপকৃত। যেকোনও কাজে যেকোনও সময়ে আপনার হাতের কাছে এই কার্ডটি থাকতেই হবে। নাহলে নিজের ইচ্ছামতো কাজ করতে হলে এর বিকল্প নেই বলেই সকলে জানেন।
ইউআইডিএআই এবার নিয়ে এল নতুন আধার মোবাইল অ্যাপ্লিকেশন। বৃহস্পতিবার থেকেই নতুন এই অ্যাপটি নিজের কাজ শুরু করেছে। এখানে বেশ কয়েকটি নতুন ধরণের ফিচার থাকছে। এগুলিকে ব্যবহার করে ব্যবহারকারীরা নিজেদের ব্যক্তিগত তথ্য, আধার ভেরিফিকেশন, আধার আপডেট সহ নানা ধরণের কাজ করতে পারবেন।
কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বলা হয়েছে নতুন এই অ্যাপটিকে ব্যবহার করে সকলেই উপকৃত হবেন। বেশ কয়েকটি নতুন ফিচার থাকছে এখানে। গোটা ব্যবস্থাটি এখন অনেক বেশি ডিজিটালি করা যাবে। এখানে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত থাকবে, থাকছে নিরাপত্তার বেশ কয়েকটি স্তর যেগুলি ব্যবহার করে সকলেই নিজের আধার তথ্যকে সুরক্ষিত রাখতে পারবেন।
সাধারণত দেখা যায় বিভিন্ন হোটেলে নিজের ব্যক্তিগত তথ্য দিতে হয়। সেখানে এটি বিশেষভাবে কাজ করবে। এখানে সকলেই নিজের মোবাইল নম্বরটি অতি সহজেই আপডেট করতে পারবেন। ফলে আধার এনরোলমেন্টে গিয়ে এই কাজটি করার জন্য সময় নষ্ট হবে না। এছাড়া আধার কার্ডের কোনও তথ্য যদি আপনাকে আপডেট করতে হয় সেটিও এখান থেকেই দ্রুত করা যাবে। ঠিকানা পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ কাজটিও আপনি এখান থেকে করতে পারবেন।
এই অ্যাপের মাধ্যমে সকলে নিজের আধার তথ্য ভেরিফিকেশন করতে পারবেন ইন্টারনেট ছাড়াই। ফলে আপনি যেকোনও স্থানে গিয়ে নিজের তথ্য অতি সহজেই আপডেট করে রাখতে পারবেন। আপনি এবং আপনার পরিবার যাতে নিজের ঘর থেকেই সমস্ত তথ্য পরিবর্তন করতে পারেন সেদিকে নজর দিয়েই এই কাজটি করা হয়েছে।
কীভাবে ডাউনলোড করবেন এই অ্যাপটি-
প্রথমে গুগল প্লে স্টোরে যান।
আধার অ্যাপ লিখে সার্চ করুন।
নিজের পছন্দের ভাষা লিখে নিজের সেটআপ শেষ করুন।
আপনার ফোনে অ্যাপ ইনস্টল হতেই সেটি কাজ করতে শুরু করবে। এরপরই আপনি নিজের পছন্দমতো কাজ করতে পারবেন।
নিজের আধার তথ্যকে যদি আপনি আপডেট রাখতে পারেন তাহলে সেটি আপনার কাছে একটি বিরাট সুবিধা হবে। পাশাপাশি নিজের সমস্ত তথ্যকে সুরক্ষিত রাখলেই সেখান থেকে আপনি সমস্ত ধরণের প্রতারণা থেকে মুক্তি পাবেন।
