আজকাল ওয়েবডেস্ক : সামনেই উৎসবের মরসুম। তাই আইডিবিআই বিশেষ সুদ দিচ্ছে শুধুমাত্র ফিক্সড ডিপোজিট করার ক্ষেত্রে। এই ফিক্সড ডিপোজিটের নাম উৎসব ফিক্সড ডিপোজিট। ২০ আগস্ট থেকে শুরু হয়েছে এই ফিক্সড ডিপোজিট প্রকল্প। 

 

এখানে সুদের হার হবে ৭. ৮৫%। মাত্র ৪৪৪ দিনের জন্য থাকবে এই প্রকল্প। এর পাশাপাশি আরও একটি সুদ দেবে এই ব্যাঙ্ক। ৭. ৭৫%। এটির সময় থাকবে ৩৭৫ দিনের জন্য। তবে এই অফার থাকবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। তবে ব্যাঙ্ক জানিয়েছে যদি গ্রাহকরা চান তবে এই অফার তারা আরও বাড়াতে পারেন। 

 

ব্যাঙ্কের ওয়েবসাইট গিয়ে এই বিষয়ে সম্পূর্ণ তথ্য পাওয়া যাবে বলে খবর। কিছুদিন আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস দেশের বিভিন্ন ব্যাঙ্কের কর্তাদের সঙ্গে বৈঠক করেন। সেখানে নানা নির্দেশ দেওয়া হয়। এরপর নড়েচড়ে বসে ব্যাঙ্কগুলি। তাই আর দেরি না করে তাড়াতাড়ি নিজের ফিক্সড ডিপোজিট করে ফেলুন আর দারুণ সুদ নিয়ে নিন।