আজকাল ওয়েবডেস্ক: এপ্রিল মাসে জিএসটি আদায়ে নতুন রেকর্ড তৈরি হল। শতাংশের হিসেবে ১২.৬ শতাংশ। ইন্ডিয়া টুডের খবর অনুসারে, জিএসটি আদায় হয়েছে ২.৩৭ লাখ কোটি টাকা। ২০১৭ সাল থেকে লাগু হয়েছিল জিএসটি। এক মাসে এত টাকা জিএসটি এর আগে কখনও হয়নি।


মার্চ মাসে জিএসটি হয়েছিল ১.৯৬ লাখ কোটি টাকা। সেখানে বৃদ্ধির হার ৯.৯ শতাংশ। ফেব্রুয়ারি মাসে জিএসটি ছিল ১.৮৩ লাখ কোটি টাকা। সেখানে বৃদ্ধির হার ছিল ৯.১ শতাংশ। জানুয়ারিতে জিএসটি ছিল ১.৯৬ লাখ কোটি টাকাতে। সেখানে বৃদ্ধির হার ছিল ১২.৩ শতাংশ।


ডিসেম্বরে জিএসটি ছিল ১.৭৭ লাখ কোটি টাকায়। সেখানে বৃদ্ধির হার ছিল ৭.৩ শতাংশ। তবে নভেম্বর মাসে এই হার ছিল ৮.৫ শতাংশ। এপ্রিল মাসের এই কালেকশনের ফলে সকলের চোখ কপালে উঠে গিয়েছে। মার্চ মাসের হাত ধরেই এপ্রিলের এই উত্থান। যেহেতু এই সময় নতুন আর্থিক বছর শুরু হল তাই এই নতুন রেকর্ড তৈরি হল বলেই মনে করছেন সকলে।


লাক্ষাদ্বীপে জিএসটি ২৮৭ শতাংশ বেড়েছে। অরুণাচলে ৬৬ শতাংশ বেড়েছে, মেঘালয়ে ৫০ শতাংশ বেড়েছে, নাগাল্যান্ডে ৪২ শতাংশ বেড়েছে, সিকিমে ১৭ শতাংশ বেড়েছে, মনিপুরে ১৬ শতাংশ বেড়েছে। 


হরিয়ানাতে ১৬ শতাংশ, বিহারে ১৫ শতাংশ, তামিলনাড়ুতে ১৩ শতাংশ, জম্মু-কাশ্মীরে ১২ শতাংশ জিএসটি আদায় হয়েছে। পাশাপাশি রাজস্থানে ১২ শতাংশ, পশ্চিমবঙ্গে ১২ শতাংশ, তেলেঙ্গানাতে ১২ শতাংশ, মধ্যপ্রদেশে ১২ শতাংশ, উত্তরাখণ্ডে ১১ শতাংশ, পাঞ্জাবে ১১ শতাংশ, উত্তরপ্রদেশে ১১ শতাংশ, কর্ণাটকে ১১ শতাংশ, মহারাষ্ট্রে ১১ শতাংশ, দাদরা এবং নাগর হাভেলীতে ১১ শতাংশ হয়েছে।


এছাড়া যেখানে উল্লেখযোগ্যভাবে জিএসটি বেড়েছে সেগুলি হল পদুচেরিতে ৮ শতাংশ, হিমাচলপ্রদেশে ৮ শতাংশ, চন্ডীগড়ে ৭ শতাংশ, দিল্লিতে ৬ শতাংশ, ওড়িশাতে ৫ শতাংশ, গোয়াতে ৫ শতাংশ, ছত্তিশগড়ে ৩ শতাংশ, লাদাখে ৩ শতাংশ।


তবে দেশের তিনটি রাজ্যে জিএসটি আদায়ে ঘাটতি দেখা গিয়েছে। সেগুলি হল অন্ধ্রপ্রদেশে মাইনাস ৩ শতাংশ, ত্রিপুরাতে মাইনাস ৭ শতাংশ এবং মিজোরামে মাইনাস ২৮ শতাংশ।