আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই) এই বছর রেপো রেট মোট এক শতাংশ কমিয়েছে। এই হ্রাস ফেব্রুয়ারি, এপ্রিল এবং তারপর জুন মাসে (তিনবার) করা হয়েছে। রেপো রেট কমানোর পর, দেশের সমস্ত ব্যাঙ্ক এফডি-র সুদের হার কমিয়েছে। তবে, পোস্ট অফিস তার সঞ্চয় প্রকল্পের সুদের হার কোনওভাবেই কমায়নি। এই প্রতিবেদনে পোস্ট অফিসের এমন একটি প্রকল্প সম্পর্কে আলোচকপাত করা হবে, যেখানে আপনি যদি ২ লক্ষ টাকা জমা করলে রিটার্ন পাবেন ২৯,৭৭৬ টাকা।
পোস্ট অফিস টাইম ডিপোজিট স্কিম
পোস্ট অফিসে হকদের জন্য টিডি অর্থাৎ টাইম ডিপোজিট নামে একটি সঞ্চয় প্রকল্প রয়েছে। এই প্রকল্পটি ঠিক ব্যাঙ্কের এফডি স্কিমের মতো, যেখানে বিনিয়োগকারীরা একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট সুদ পান। পোস্ট অফিস টিডি স্কিমে ৬.৯ শতাংশ থেকে ৭.৫ শতাংশ পর্যন্ত সুদ দেওয়া হচ্ছে। পোস্ট অফিস তার গ্রাহকদের এক বছরের টিডি-তে ৬.৯০ শতাংশ, ২ বছরের মেয়াদে ৭.০ শতাংশ, ৩ বছরের মেয়াদে ৭.১ শতাংশ এবং ৫ বছরের টিডি-তে ৭.৫ শতাংশ সুদ দিচ্ছে।
আপনি যদি পোস্ট অফিসে ২ বছরের টিডি স্কিমে ২,০০,০০০ টাকা জমা দেন, তাহলে মেয়াদপূর্তিতে আপনি গ্যারান্টি-সহ মোট ২,২৯,৭৭৬ টাকা পাবেন (বার্ষিক ৭.০ শতাংশ সুদ)। সুদ বাবদ পাবেন ২৯,৭৭৬ টাকা। সমস্ত গ্রাহক পোস্ট অফিসে একই রিটার্ন পান। যেখানে ব্যাঙ্কগুলিতে, প্রবীণ নাগরিকরা সাধারণ নাগরিকদের তুলনায় বেশি রিটার্ন দেওয়া হয়।
পোস্ট অফিস কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন। অতএব, এতে আপনার টাকা সম্পূর্ণ নিরাপদ।
সতর্কতা: এই নিবন্ধটি শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে লেখা। যেকোনও ধরণের বিনিয়োগ বা আর্থিক ঝুঁকি নেওয়ার আগে আপনার আর্থিক উপদেষ্টার সঙ্গে পরামর্শ করুন।
